Saturn Sade Sati: শনির সাড়ে সাতিতে কখনও করবেন না ৩ কাজ, জীবনে নেমে আসবে ঝড়! শনির নজরে আসতে পারে মহাপ্রলয়!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনি যখন কোনও রাশিরকে অতিক্রম করেন তখন সেই রাশি এবং তাঁর আশেপাশে থাকা রাশির উপর সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব দেখা যায়। এই সাড়ে সাতি এবং ধাইয়া মূলত সাত বছর এবং আড়াই বছর স্থায়ী থাকে। এই সময় জাতক/জাতিকারা নিজেদের কর্মের উপর ভিত্তি করেই ফল লাভ করে থাকেন।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শনি যখন কোনও রাশিরকে অতিক্রম করেন তখন সেই রাশি এবং তাঁর আশেপাশে থাকা রাশির উপর সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব দেখা যায়। এই সাড়ে সাতি এবং ধাইয়া মূলত সাত বছর এবং আড়াই বছর স্থায়ী থাকে। এই সময় জাতক/জাতিকারা নিজেদের কর্মের উপর ভিত্তি করেই ফল লাভ করে থাকেন। প্রতীকী ছবি
advertisement
advertisement
যদি আপনার কুণ্ডলীতে সাড়ে সাতি যোগ থাকে তবে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন আপনাকে মেনে চলতে হবে বেশ কিছু বিশেষ বিষয়। যদি তা না মানেন তাহলে আপনার জীবনেও নেমে আসতে পারে শনিদেবের প্রকোপ। ফলে আপনার জীবনও ছারখার হয়ে যেতে পারে। দেখে নেওয়া যাক কোন কোন বিষয় এড়িয়ে চলা শ্রেয় সাড়ে সাতি চলাকালীন। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement
advertisement