প্রসন্ন হবেন পিতৃপুরুষ, কাটবে কালসর্পদোষ, আজ অমাবস্যা তিথিতে এই মন্ত্র জপ করতেই হবে
- Published by:Simli Raha
Last Updated:
শুধু ভগবানের আরাধনার ক্ষেত্রেই নয়, পিতৃপুরুষকে প্রসন্ন করার জন্যও অমাবস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।
advertisement
• কিন্তু হিন্দু শাস্ত্রে অমাবস্যাকে নিতান্তই অশুভ বলে বিবেচনা করা হয়নি। সব তিথিরই রয়েছে কিছু মঙ্গলজনক দিক, সেই মতো অমাবস্যারও রয়েছে গুরুত্ব। ভুলে গেলে চলবে না যে দেবী কালীর পূজার প্রশস্ত তিথিই হল অমাবস্যা। এছাড়াও সোমবারে যে অমাবস্যা পড়ে, তাকে সোমবতী অমাবস্যা নামে উল্লেখ করে শাস্ত্র, জানায় যে এই তিথিতে ভগবান শিবের আরাধনায় ভক্তের সর্বাঙ্গীণ মঙ্গল হয়।
advertisement
• অতএব, অমাবস্যা তিথিকে হেলাফেলা করা যাবে না। হিন্দু শাস্ত্রে শুধু ভগবানের আরাধনার ক্ষেত্রেই নয়, পিতৃপুরুষকে প্রসন্ন করার জন্যও অমাবস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে দেবীপক্ষের আগে যে পিতৃপক্ষ চলে, তা অনুষ্ঠিত হয় কৃষ্ণপক্ষে, তার শেষ দিনটিই মহালয়া যা অমাবস্যা তিথিতে পড়ে।
advertisement
advertisement
advertisement
অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই মতো অমাবস্যা তিথি কালসর্পদোষ খণ্ডনের জন্য প্রশস্ত। এই লক্ষ্যে 'ওম নমঃ শিবায়' বা "ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্/উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্"- এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রও ১০৮ বার জপ করা যায়। অবশ্য, তা অমাবস্যা তিথি থেকে শুরু করে যত দিন না দোষ খণ্ডন হচ্ছে, তত দিন পর্যন্ত নিয়মিত জপ করতে হবে। একই সঙ্গে জপ করা যায় বীজ মন্ত্র বা রাহু মন্ত্রও।