Akshay Tritiya What To Buy: সোনা নয়! অক্ষয় তৃতীয়াতে কিনুন এই সামান্য জিনিসগুলি, জীবনে নামবে সৌভাগ্যের বন্যা!

Last Updated:
Akshay Tritiya: পাশাপাশি কেনাকাটির জন্য অক্ষয় তৃতীয়ার দিনটিকে খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ করে এই দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়।
1/12
জ্যোতিষ শাস্ত্র থেকে পুরাণ, সব ক্ষেত্রেই বছরের কিছু কিছু নির্দিষ্ট দিনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেই তালিকায় গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে অক্ষয় তৃতীয়ার নাম। এই বিশেষ দিনের মাহাত্ব বাঙালির জীবনে পয়লা বৈশাখ বা দুর্গাপুজোর মতোই বিশেষ।
জ্যোতিষ শাস্ত্র থেকে পুরাণ, সব ক্ষেত্রেই বছরের কিছু কিছু নির্দিষ্ট দিনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেই তালিকায় গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে অক্ষয় তৃতীয়ার নাম। এই বিশেষ দিনের মাহাত্ব বাঙালির জীবনে পয়লা বৈশাখ বা দুর্গাপুজোর মতোই বিশেষ।
advertisement
2/12
অক্ষয় তৃতীয়ার দিনটিকে বছরের অন্য শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে আলাদা করে কোনও শুভ সময় নির্দিষ্ট করা হয় না। কারণ এই দিনের মাহাত্ব এতটাই যে সময় না দেখেই বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ, নতুন কাজ শুরু, কিংবা বাড়ি গাড়ি কেনার মতো শুভ কাজ এদিন করা যায়।
অক্ষয় তৃতীয়ার দিনটিকে বছরের অন্য শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে আলাদা করে কোনও শুভ সময় নির্দিষ্ট করা হয় না। কারণ এই দিনের মাহাত্ব এতটাই যে সময় না দেখেই বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ, নতুন কাজ শুরু, কিংবা বাড়ি গাড়ি কেনার মতো শুভ কাজ এদিন করা যায়।
advertisement
3/12
পাশাপাশি কেনাকাটির জন্য এই দিনটিকে খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ করে এই দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে কেনা জিনিসগুলি দীর্ঘকাল স্থায়ী হয়, শুভ ফল দেয় এবং সেগুলি বৃদ্ধি পায় ও তার ফলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। কিন্তু শুধুমাত্র সোনাই নয়, এই বিশেষ দিনে আরও কিছু জিনিস কিনলেও ঘরে আসে সৌভাগ্য।
পাশাপাশি কেনাকাটির জন্য এই দিনটিকে খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ করে এই দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে কেনা জিনিসগুলি দীর্ঘকাল স্থায়ী হয়, শুভ ফল দেয় এবং সেগুলি বৃদ্ধি পায় ও তার ফলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। কিন্তু শুধুমাত্র সোনাই নয়, এই বিশেষ দিনে আরও কিছু জিনিস কিনলেও ঘরে আসে সৌভাগ্য।
advertisement
4/12
অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুবই শুভ, কিন্তু সোনার দাম বেড়ে যাওয়ায় এই দিনে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আজকাল। এই ক্ষেত্রে আপনিও যদি সোনা কিনতে না পারেন, তবে আরও কিছু জিনিস আছে, যা কিনলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।
অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুবই শুভ, কিন্তু সোনার দাম বেড়ে যাওয়ায় এই দিনে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আজকাল। এই ক্ষেত্রে আপনিও যদি সোনা কিনতে না পারেন, তবে আরও কিছু জিনিস আছে, যা কিনলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।
advertisement
5/12
সামান্য হলেও 'বিশেষ' তাৎপর্যপূর্ণ এই জিনিসগুলি দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ নিয়ে আসে জীবনে, এমনটাই বিশ্বাস। তাই সোনা কিনতে না পারলেও এই কিছু সামান্য জিনিস অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে কিনলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব।
সামান্য হলেও 'বিশেষ' তাৎপর্যপূর্ণ এই জিনিসগুলি দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ নিয়ে আসে জীবনে, এমনটাই বিশ্বাস। তাই সোনা কিনতে না পারলেও এই কিছু সামান্য জিনিস অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে কিনলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব।
advertisement
6/12
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই দিনে একমুঠো যবের কামাল অনবদ্য। যদি কোনও ব্যক্তি অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারেন তবে এই দিনে তিনি কিছু যব কিনতে পারেন। শাস্ত্র ও পুরাণ মতে যব কেনা সোনা কেনার মতোই শুভ।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই দিনে একমুঠো যবের কামাল অনবদ্য। যদি কোনও ব্যক্তি অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারেন তবে এই দিনে তিনি কিছু যব কিনতে পারেন। শাস্ত্র ও পুরাণ মতে যব কেনা সোনা কেনার মতোই শুভ।
advertisement
7/12
পুরাণমতে এই যব ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করে তারপর এটি একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির আলমারি বা সিন্দুকে যেখানে টাকা থাকে সেখানে রাখুন। অক্ষয় তৃতীয়ার দিন এই কাজ করলে ঘরে ধন-সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে।
পুরাণমতে এই যব ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করে তারপর এটি একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির আলমারি বা সিন্দুকে যেখানে টাকা থাকে সেখানে রাখুন। অক্ষয় তৃতীয়ার দিন এই কাজ করলে ঘরে ধন-সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে।
advertisement
8/12
স্কন্দ পুরাণ অনুযায়ী, অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনেই ভগবান শিবের আশীর্বাদে দেবতাদের কোষাধ্যক্ষ হওয়ার বরদান পেয়েছিলেন কুবের। এই দিনেই কুবের অপার ঐশ্বর্য লাভ করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন শ্রী-লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। তাই এই দিন সমৃদ্ধির দেবী শ্রী লক্ষ্মীর পুজোও করা হয়। সেই মত অক্ষয় তৃতীয়ায় শ্রী-যন্ত্র কেনাও খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে নিয়ম মেনে বাড়িতে শ্রী-যন্ত্র প্রতিষ্ঠা করা খুব শুভ।
স্কন্দ পুরাণ অনুযায়ী, অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনেই ভগবান শিবের আশীর্বাদে দেবতাদের কোষাধ্যক্ষ হওয়ার বরদান পেয়েছিলেন কুবের। এই দিনেই কুবের অপার ঐশ্বর্য লাভ করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন শ্রী-লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। তাই এই দিন সমৃদ্ধির দেবী শ্রী লক্ষ্মীর পুজোও করা হয়। সেই মত অক্ষয় তৃতীয়ায় শ্রী-যন্ত্র কেনাও খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে নিয়ম মেনে বাড়িতে শ্রী-যন্ত্র প্রতিষ্ঠা করা খুব শুভ।
advertisement
9/12
অক্ষয় তৃতীয়ার দিন শ্রী-লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। তাই এই দিন সমৃদ্ধির দেবী শ্রী লক্ষ্মীর পুজোও করা হয়। সেই মত অক্ষয় তৃতীয়ায় শ্রী-যন্ত্র কেনাও খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে নিয়ম মেনে বাড়িতে শ্রী-যন্ত্র প্রতিষ্ঠা করা খুব শুভ। প্রতীকী ছবি।
অক্ষয় তৃতীয়ার দিন শ্রী-লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। তাই এই দিন সমৃদ্ধির দেবী শ্রী লক্ষ্মীর পুজোও করা হয়। সেই মত অক্ষয় তৃতীয়ায় শ্রী-যন্ত্র কেনাও খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে নিয়ম মেনে বাড়িতে শ্রী-যন্ত্র প্রতিষ্ঠা করা খুব শুভ। প্রতীকী ছবি।
advertisement
10/12
ভগবান বিষ্ণু শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী। নারায়ণের শঙ্খের নাম 'পাঞ্চজন্য' আর এই বিশেষ শাঁখ আসলে দক্ষিণ দিকে বেঁকে থাকে। তই একে 'দক্ষিণাবর্তি' শাঁখ বলা হয়।
ভগবান বিষ্ণু শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী। নারায়ণের শঙ্খের নাম 'পাঞ্চজন্য' আর এই বিশেষ শাঁখ আসলে দক্ষিণ দিকে বেঁকে থাকে। তই একে 'দক্ষিণাবর্তি' শাঁখ বলা হয়।
advertisement
11/12
এই বিশেষদিনে কোনও ব্রাহ্মণকে তিল ও বস্ত্র দান করতে পারেন৷ তাহলে অনেক জীবনের কঠিন সময় সহজেই পার করতে পারবেন৷
এই বিশেষদিনে কোনও ব্রাহ্মণকে তিল ও বস্ত্র দান করতে পারেন৷ তাহলে অনেক জীবনের কঠিন সময় সহজেই পার করতে পারবেন৷
advertisement
12/12
এই দক্ষিণাবর্তি শঙ্খ দেবী লক্ষ্মীর খুব প্রিয়। বলা হয় বিশেষ এই শাঁখ ঘরে রাখলে সর্বদা সুখ ও সমৃদ্ধি আসে। নিয়ম অনুসারে পূজার স্থানে দক্ষিণাবর্তি শঙ্খ স্থাপন করা খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু মনে রাখবেন পূজার স্থানে একটির বেশি শাঁখ রাখা উচিৎ নয়।
এই দক্ষিণাবর্তি শঙ্খ দেবী লক্ষ্মীর খুব প্রিয়। বলা হয় বিশেষ এই শাঁখ ঘরে রাখলে সর্বদা সুখ ও সমৃদ্ধি আসে। নিয়ম অনুসারে পূজার স্থানে দক্ষিণাবর্তি শঙ্খ স্থাপন করা খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু মনে রাখবেন পূজার স্থানে একটির বেশি শাঁখ রাখা উচিৎ নয়।
advertisement
advertisement
advertisement