Vastu Tips: বেল পাতা ব্যবহারেরও আছে নিয়ম! সেই সব কথা জানেন কি, কী বলছে বাস্তুশাস্ত্র?

Last Updated:
ঘরে বেল পাতা থাকা খুবই শুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে বাড়িতে বেল গাছ থাকে, সেই পরিবার সুখী ও সমৃদ্ধশালী হয়। ঘর থেকে অশুভ শক্তি দূর হয়। মহালক্ষ্মীর আশীর্বাদ পান সেই পরিবারের সদস্যেরা।
1/8
বেলপাতা সংক্রান্ত বাস্তু নিয়ম৷ ত্রিভূজাকার বেল পাতা হল সিদ্ধান্ত গ্রহণ, কর্ম ক্ষমতা এবং জ্ঞানের প্রতীক৷ হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ধর্মেও বেল পাতা এবং গাছকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়।
বেলপাতা সংক্রান্ত বাস্তু নিয়ম৷ ত্রিভূজাকার বেল পাতা হল সিদ্ধান্ত গ্রহণ, কর্ম ক্ষমতা এবং জ্ঞানের প্রতীক৷ হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ধর্মেও বেল পাতা এবং গাছকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়।
advertisement
2/8
 বাস্তু হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। কারণ, মনে করা হয়, বাড়ির বাস্তু ঠিক থাকলে আমাদের জীবন মধুর, শান্তিময় এবং সমৃদ্ধ হয়ে ওঠে। আমরা ঈশ্বরের কাছে পূজা নিবেদন করার সময় বিল্ব পত্র বা বেল পাতা ব্যবহার করে থাকি। বেল পাতা ছাড়া কোনও পূজাই সম্পূর্ণ হয় না।
বাস্তু হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। কারণ, মনে করা হয়, বাড়ির বাস্তু ঠিক থাকলে আমাদের জীবন মধুর, শান্তিময় এবং সমৃদ্ধ হয়ে ওঠে। আমরা ঈশ্বরের কাছে পূজা নিবেদন করার সময় বিল্ব পত্র বা বেল পাতা ব্যবহার করে থাকি। বেল পাতা ছাড়া কোনও পূজাই সম্পূর্ণ হয় না।
advertisement
3/8
কথিত আছে, বাস্তু অনুসারে বাড়িতে বেল গাছ থাকলে আপনার বাড়িতে সুখ ও সম্পদে ভরে ওঠে৷ এই প্রতিবেদনে আমরা দেখব বেল পাতা কী ভাবে ব্যবহার করলে সংসারে সমৃদ্ধি আসে৷
কথিত আছে, বাস্তু অনুসারে বাড়িতে বেল গাছ থাকলে আপনার বাড়িতে সুখ ও সম্পদে ভরে ওঠে৷ এই প্রতিবেদনে আমরা দেখব বেল পাতা কী ভাবে ব্যবহার করলে সংসারে সমৃদ্ধি আসে৷
advertisement
4/8
পুজোর ফুল ও পাতা সবসময় শুদ্ধ অবস্থায় পরিষ্কার হাতে গাছ থেকে তুলতে হয়। যে কোনও ফুল, ফল বা পাতা গাছ থেকে তোলার আগে দেবতাকে প্রণাম করে তাঁর অনুমতি ও আশীর্বাদ নিয়ে নিতে হয়।
পুজোর ফুল ও পাতা সবসময় শুদ্ধ অবস্থায় পরিষ্কার হাতে গাছ থেকে তুলতে হয়। যে কোনও ফুল, ফল বা পাতা গাছ থেকে তোলার আগে দেবতাকে প্রণাম করে তাঁর অনুমতি ও আশীর্বাদ নিয়ে নিতে হয়।
advertisement
5/8
গাছ থেকে তোলার পরে বেলপাতা ধুয়ে পরিষ্কার করুন। মহাদেবের পুজো করার আগে চন্দন দিয়ে বেল পাতায় ওঁ লিখুন।
গাছ থেকে তোলার পরে বেলপাতা ধুয়ে পরিষ্কার করুন। মহাদেবের পুজো করার আগে চন্দন দিয়ে বেল পাতায় ওঁ লিখুন।
advertisement
6/8
সপ্তাহের সবদিন গাছ থেকে বেল পাতা তোলা উচিত নয়। সোমবার, মকর সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী এবং নবমী তিথিতে গাছ থেকে বেল পাতা তোলা এড়িয়ে চলুন।
সপ্তাহের সবদিন গাছ থেকে বেল পাতা তোলা উচিত নয়। সোমবার, মকর সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী এবং নবমী তিথিতে গাছ থেকে বেল পাতা তোলা এড়িয়ে চলুন।
advertisement
7/8
ঘরে বেল পাতা থাকা খুবই শুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে বাড়িতে বেল গাছ থাকে, সেই পরিবার সুখী ও সমৃদ্ধশালী হয়। ঘর থেকে অশুভ শক্তি দূর হয়। মহালক্ষ্মীর আশীর্বাদ পান সেই পরিবারের সদস্যেরা।
ঘরে বেল পাতা থাকা খুবই শুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে বাড়িতে বেল গাছ থাকে, সেই পরিবার সুখী ও সমৃদ্ধশালী হয়। ঘর থেকে অশুভ শক্তি দূর হয়। মহালক্ষ্মীর আশীর্বাদ পান সেই পরিবারের সদস্যেরা।
advertisement
8/8
বাড়ির উত্তর-পশ্চিম এবং উত্তর-দক্ষিণ দিকে বেল গাছ লাগানো পরিবারের জন্য ভাল। (Disclaimer: It is written based on the information provided on the website. We have not confirmed this.)
বাড়ির উত্তর-পশ্চিম এবং উত্তর-দক্ষিণ দিকে বেল গাছ লাগানো পরিবারের জন্য ভাল। (Disclaimer: It is written based on the information provided on the website. We have not confirmed this.)
advertisement
advertisement
advertisement