বছরশেষের এই চন্দ্রগ্রহণে কাটবে ভাগ্যের ‘গ্রহণ’! পুজোর আগেই ধন-যশে উজ্জ্বল হবে কোন ৫ রাশি?
- Published by:Tias Banerjee
Last Updated:
Chandra Grahan 2025 Lucky Zodiacs জ্যোতিষশাস্ত্রমতে, এই গ্রহণ পাঁচটি রাশির জাতকদের জীবনে আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারে। অর্থ, সৌভাগ্য ও যশে ভরে উঠবে তাঁদের জীবন।
এ বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৭ সেপ্টেম্বর, রবিবার। পূর্ণগ্রাস এই চন্দ্রগ্রহণ ভারত থেকেও দৃশ্যমান হবে রাত ৯:৫৮ মিনিটে শুরু হয়ে ভোর ১:২৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। জ্যোতিষশাস্ত্রমতে, এই গ্রহণ পাঁচটি রাশির জাতকদের জীবনে আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারে। অর্থ, সৌভাগ্য ও যশে ভরে উঠবে তাঁদের জীবন।
advertisement
কেন বিশেষ এই গ্রহণ? প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে চন্দ্র পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, আর তখনই ঘটে চন্দ্রগ্রহণ। জ্যোতিষ মতে, চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করেন। গ্রহণকালে চন্দ্রের বিশেষ প্রভাব পড়ে জাতকদের জীবনে। বিশেষত, শনির সাড়েসাতি চলা রাশির জন্য এটি অত্যন্ত লাভজনক হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement