বছরশেষের এই চন্দ্রগ্রহণে কাটবে ভাগ্যের ‘গ্রহণ’! পুজোর আগেই ধন-যশে উজ্জ্বল হবে কোন ৫ রাশি?

Last Updated:
Chandra Grahan 2025 Lucky Zodiacs জ্যোতিষশাস্ত্রমতে, এই গ্রহণ পাঁচটি রাশির জাতকদের জীবনে আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারে। অর্থ, সৌভাগ্য ও যশে ভরে উঠবে তাঁদের জীবন।
1/9
এ বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৭ সেপ্টেম্বর, রবিবার। পূর্ণগ্রাস এই চন্দ্রগ্রহণ ভারত থেকেও দৃশ্যমান হবে রাত ৯:৫৮ মিনিটে শুরু হয়ে ভোর ১:২৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। জ্যোতিষশাস্ত্রমতে, এই গ্রহণ পাঁচটি রাশির জাতকদের জীবনে আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারে। অর্থ, সৌভাগ্য ও যশে ভরে উঠবে তাঁদের জীবন।
এ বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৭ সেপ্টেম্বর, রবিবার। পূর্ণগ্রাস এই চন্দ্রগ্রহণ ভারত থেকেও দৃশ্যমান হবে রাত ৯:৫৮ মিনিটে শুরু হয়ে ভোর ১:২৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। জ্যোতিষশাস্ত্রমতে, এই গ্রহণ পাঁচটি রাশির জাতকদের জীবনে আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারে। অর্থ, সৌভাগ্য ও যশে ভরে উঠবে তাঁদের জীবন।
advertisement
2/9
কেন বিশেষ এই গ্রহণ?প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে চন্দ্র পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, আর তখনই ঘটে চন্দ্রগ্রহণ। জ্যোতিষ মতে, চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করেন। গ্রহণকালে চন্দ্রের বিশেষ প্রভাব পড়ে জাতকদের জীবনে। বিশেষত, শনির সাড়েসাতি চলা রাশির জন্য এটি অত্যন্ত লাভজনক হতে পারে।
কেন বিশেষ এই গ্রহণ? প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে চন্দ্র পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, আর তখনই ঘটে চন্দ্রগ্রহণ। জ্যোতিষ মতে, চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করেন। গ্রহণকালে চন্দ্রের বিশেষ প্রভাব পড়ে জাতকদের জীবনে। বিশেষত, শনির সাড়েসাতি চলা রাশির জন্য এটি অত্যন্ত লাভজনক হতে পারে।
advertisement
3/9
২০২৫ সালের মার্চে শনি রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করেছে। এর ফলে বৃষ, কন্যা, ধনু ও মীন রাশির উপর বিশেষ প্রভাব পড়েছে। কর্মজীবনে এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে সিংহ, মিথুন, ধনু ও মীন রাশির জাতকদের ক্ষেত্রেও।
২০২৫ সালের মার্চে শনি রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করেছে। এর ফলে বৃষ, কন্যা, ধনু ও মীন রাশির উপর বিশেষ প্রভাব পড়েছে। কর্মজীবনে এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে সিংহ, মিথুন, ধনু ও মীন রাশির জাতকদের ক্ষেত্রেও।
advertisement
4/9
যেসব পাঁচ রাশি পাবে গ্রহণের বিশেষ কৃপা--- ১. মিথুন রাশি আর্থিক অবস্থার উন্নতি হবে। নতুন আয়ের পথ খুলে যাবে। ব্যবসায়ীরা বড় অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। চাকরিজীবীরা সাফল্য পাবেন, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার সময় একেবারেই উপযোগী।
যেসব পাঁচ রাশি পাবে গ্রহণের বিশেষ কৃপা--- ১. মিথুন রাশি আর্থিক অবস্থার উন্নতি হবে। নতুন আয়ের পথ খুলে যাবে। ব্যবসায়ীরা বড় অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। চাকরিজীবীরা সাফল্য পাবেন, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার সময় একেবারেই উপযোগী।
advertisement
5/9
২. কর্কট রাশিব্যবসায়িক ও আর্থিক উন্নতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও নতুন সুযোগ আসতে পারে। অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে। পারিবারিক ও প্রেমের সম্পর্কে উন্নতি হবে। দীর্ঘদিনের অর্থকষ্ট মিটে যাবে।
২. কর্কট রাশি ব্যবসায়িক ও আর্থিক উন্নতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও নতুন সুযোগ আসতে পারে। অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে। পারিবারিক ও প্রেমের সম্পর্কে উন্নতি হবে। দীর্ঘদিনের অর্থকষ্ট মিটে যাবে।
advertisement
6/9
৩. বৃশ্চিক রাশিকর্মজীবন ও ব্যক্তিগত জীবনে স্থিরতা আসবে। মুলতুবি কাজ সম্পন্ন হবে। হঠাৎ সম্পদ বা অর্থলাভের সম্ভাবনা। পরিবারের সদস্যদের কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন। নতুন পরিকল্পনা করার উপযুক্ত সময়।
৩. বৃশ্চিক রাশি কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে স্থিরতা আসবে। মুলতুবি কাজ সম্পন্ন হবে। হঠাৎ সম্পদ বা অর্থলাভের সম্ভাবনা। পরিবারের সদস্যদের কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন। নতুন পরিকল্পনা করার উপযুক্ত সময়।
advertisement
7/9
৪. ধনু রাশিকর্মজীবনে নতুন উচ্চতা অর্জনের সম্ভাবনা। ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই উন্নতি হবে। দাম্পত্য ও প্রেমের সম্পর্কে সমস্যা দূর হবে। পুরনো ধার শোধ করার সুবর্ণ সুযোগ মিলবে। সমাজে সম্মান ও মর্যাদা বাড়বে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে।
৪. ধনু রাশি কর্মজীবনে নতুন উচ্চতা অর্জনের সম্ভাবনা। ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই উন্নতি হবে। দাম্পত্য ও প্রেমের সম্পর্কে সমস্যা দূর হবে। পুরনো ধার শোধ করার সুবর্ণ সুযোগ মিলবে। সমাজে সম্মান ও মর্যাদা বাড়বে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে।
advertisement
8/9
৫. মকর রাশিশনির রাশি হওয়ায় মকর জাতকদের জন্য চন্দ্রগ্রহণ বিশেষ শুভ। মানসিক চাপ দূর হবে, আর্থিক সমস্যা কেটে যাবে। অপ্রত্যাশিত অর্থলাভ সম্ভব। ঋণশোধের সুযোগ পাবেন। আটকে থাকা অর্থ ফেরত আসবে। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। শুভ কাজে হাত দিলে মিলবে সাফল্য।
৫. মকর রাশি শনির রাশি হওয়ায় মকর জাতকদের জন্য চন্দ্রগ্রহণ বিশেষ শুভ। মানসিক চাপ দূর হবে, আর্থিক সমস্যা কেটে যাবে। অপ্রত্যাশিত অর্থলাভ সম্ভব। ঋণশোধের সুযোগ পাবেন। আটকে থাকা অর্থ ফেরত আসবে। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। শুভ কাজে হাত দিলে মিলবে সাফল্য।
advertisement
9/9
৭ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণে মিথুন, কর্কট, বৃশ্চিক, ধনু ও মকর রাশির জাতকদের জীবনে অর্থ, যশ ও সাফল্য আসবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।  5 lucky zodiacs likely to attract fortune property after September 7 lunar eclipse good time Chandragrahan brings luck and wealth for this five rashis
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ 
advertisement
advertisement
advertisement