12/12 Portal: প্রার্থনা করলেই স্বপ্ন হবে সত্যি! ফের সুযোগ পাবেন একশ বছর পর! ১২/১২ তারিখের রহস্য জানেন?

Last Updated:
এইদিন প্রার্থনা করলেই সফল হবে মনোকামনা, ১২/১২ তারিখের রহস্য জানেন? ১২ ডিসেম্বর ২০২৪ এই দিনটিকে জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
1/6
১২ ডিসেম্বর ২০২৪ এই দিনটিকে জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতীকী ছবি
১২ ডিসেম্বর ২০২৪ এই দিনটিকে জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতীকী ছবি
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, বছরের এই শেষ মাসের ১২ তারিখটি কোনও মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক। এই বছর চাঁদ যেহেতু মকর রাশিতে প্রবেশ করছে  তাই এই বছর এই দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে। এছাড়াও ১২.১২.২৪ এর যোগফল দাঁড়ায় ১২। যা আবার হবে একশ বছর পর। সব মিলিয়ে এই দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। প্রতীকী ছবি
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, বছরের এই শেষ মাসের ১২ তারিখটি কোনও মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক। এই বছর চাঁদ যেহেতু মকর রাশিতে প্রবেশ করছে তাই এই বছর এই দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে। এছাড়াও ১২.১২.২৪ এর যোগফল দাঁড়ায় ১২। যা আবার হবে একশ বছর পর। সব মিলিয়ে এই দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। প্রতীকী ছবি
advertisement
3/6
কীভাবে মনোবাঞ্ছা পূরণ করবেন এইদিন?সকালে উঠে প্রার্থনা করুন- সকালে উঠে আপনি নিজের ইচ্ছে গুলো লিখে রাখতে পারেন। এই ভাবে আপনি আপনার প্রার্থনাকে সকাল থেকে ধীরে ধীরে সফল করে তুলতে পারেন। প্রতীকী ছবি
কীভাবে মনোবাঞ্ছা পূরণ করবেন এইদিন?সকালে উঠে প্রার্থনা করুন- সকালে উঠে আপনি নিজের ইচ্ছে গুলো লিখে রাখতে পারেন। এই ভাবে আপনি আপনার প্রার্থনাকে সকাল থেকে ধীরে ধীরে সফল করে তুলতে পারেন। প্রতীকী ছবি
advertisement
4/6
ভিশন বোর্ড বানান- আপনার ইচ্ছা সম্বন্ধিত যেকোনো ছবি, লেখা একটি বোর্ড বা কাগজে লিখে রাখুন ফলে আপনার ঘরে এবং মনে তা পজিটিভ শক্তির সঞ্চার ঘটাবে। প্রতীকী ছবি
ভিশন বোর্ড বানান- আপনার ইচ্ছা সম্বন্ধিত যেকোনো ছবি, লেখা একটি বোর্ড বা কাগজে লিখে রাখুন ফলে আপনার ঘরে এবং মনে তা পজিটিভ শক্তির সঞ্চার ঘটাবে। প্রতীকী ছবি
advertisement
5/6
বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃতজ্ঞতা জানান- এইদিন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃতজ্ঞতা জানান। এইদিন দিনের তিনটে নির্দিষ্ট সময় লিখতে বসুন কেন আপনি আপনার জীবন নিয়ে ভাগ্যবান এবং কেন কৃতজ্ঞ। দেখবেন আপনার জীবন আরও সমৃদ্ধিতে ভরে উঠবে। প্রতীকী ছবি
বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃতজ্ঞতা জানান- এইদিন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে কৃতজ্ঞতা জানান। এইদিন দিনের তিনটে নির্দিষ্ট সময় লিখতে বসুন কেন আপনি আপনার জীবন নিয়ে ভাগ্যবান এবং কেন কৃতজ্ঞ। দেখবেন আপনার জীবন আরও সমৃদ্ধিতে ভরে উঠবে। প্রতীকী ছবি
advertisement
6/6
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
advertisement
advertisement
advertisement