দাম বাড়তে চলেছে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের !

Last Updated:
1/4
সম্প্রতি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন-সহ মোট ১৯টি জিনিসের উপর ইমপোর্ট ডিউটি বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বেশ কিছু বিলেতি জিনিসের ইমপোর্ট কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্তে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমাতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷ বুধবার মাঝরাত থেকে লাগু করা হয়েছে নতুন নিয়ম ৷
সম্প্রতি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন-সহ মোট ১৯টি জিনিসের উপর ইমপোর্ট ডিউটি বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বেশ কিছু বিলেতি জিনিসের ইমপোর্ট কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্তে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমাতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷ বুধবার মাঝরাত থেকে লাগু করা হয়েছে নতুন নিয়ম ৷
advertisement
2/4
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  আর্থিক বছর ২০১৭-১৮ এই সমস্ত জিনিসের আমদানির মোট বিল হয়েছিল ৮৬,০০০ কোটি টাকা ৷ যে বস্তুগুলিতে ইমপোর্ট ডিউটি বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, স্পিকার, রেডিয়ল কার টায়ার, জুয়েলারি, কিচন ও টেবলওয়ার, প্লাসটিকের জিনিস অথার্ৎ স্যুটকেস ৷
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আর্থিক বছর ২০১৭-১৮ এই সমস্ত জিনিসের আমদানির মোট বিল হয়েছিল ৮৬,০০০ কোটি টাকা ৷ যে বস্তুগুলিতে ইমপোর্ট ডিউটি বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, স্পিকার, রেডিয়ল কার টায়ার, জুয়েলারি, কিচন ও টেবলওয়ার, প্লাসটিকের জিনিস অথার্ৎ স্যুটকেস ৷
advertisement
3/4
এসি, রেফ্রিজেরেটর, ১০ কিলোগ্রামের কম ওয়াশিং মেশিনে ইমপোর্ট ডিউটি প্রায় ডবল করে ২০ শতাংশ করে দেওয়া হয়েছে ৷
এসি, রেফ্রিজেরেটর, ১০ কিলোগ্রামের কম ওয়াশিং মেশিনে ইমপোর্ট ডিউটি প্রায় ডবল করে ২০ শতাংশ করে দেওয়া হয়েছে ৷
advertisement
4/4
ইমপোর্ট ডিউটি বাড়ানো হয়েছে জেট ফুয়েলের ক্ষেত্রেও ৷ এর আগে কোনও ইমপোর্ট ডিউটি দিতে হত না ৷ তবে এবার থেকে ৫ শতাংশ ইমোপর্ট ডিউটি দিতে হবে জেট ফুয়েলের ক্ষেত্রে ৷
ইমপোর্ট ডিউটি বাড়ানো হয়েছে জেট ফুয়েলের ক্ষেত্রেও ৷ এর আগে কোনও ইমপোর্ট ডিউটি দিতে হত না ৷ তবে এবার থেকে ৫ শতাংশ ইমোপর্ট ডিউটি দিতে হবে জেট ফুয়েলের ক্ষেত্রে ৷
advertisement
advertisement
advertisement