গুরু-শিষ্যের পুনর্মিলন! জুভেন্তাসের পথে জিদান

Last Updated:

রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতানোর পরেই স্প্যানিশ ক্লাবকে টাটা-বাই বাই করে দিয়েছিলেন জিনেদিন জিদান ৷

#মিলান: রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতানোর পরেই স্প্যানিশ ক্লাবকে টাটা-বাই বাই করে দিয়েছিলেন জিনেদিন জিদান ৷ তবে গন্তব্য কী সেটা নিয়ে খুব বেশি খোজ খবর পাওয়া যায়নি ৷
তবে ইতালিয়ান সংবাদ মাধ্যম দাবি করছে তারকা কোচ আসতে চলেছেন জুভেন্তাসে ৷ অর্থাৎ রোনাল্ডো ও জিদান একই ক্লাবে ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ৷ ১৭ বছর আগে জুভেন্তাসের জার্সি গায়ে খেলতেন জিদান ৷ ৬৪.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে জিজু এসেছিলেন তদানীন্তন রিয়াল মাদ্রিদে ৷
advertisement
advertisement
তবে কোচ হিসেবে আসবেন না জিদান ৷ কোচ ফ্যাবিও প্যারাতিসি থাকবেন কোচ হিসেবে আর জিনেদিন জিদান থাকবেন স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ৷ অক্টোবর মাস থেকে কাজ শুরু করবেন জিদান ৷  জুভেন্তাসে ৫ বছরে ২০৯ টি ম্যাচ খেলেছিলেন ফরাসি তারকা স্ট্রাইকার ৷ ১৯৯৬ থেকে ২০০১ দু‘বার সিরি এ চ্যাম্পিয়ন হয়েছিল জুভেন্তাস ৷ আর গোল করেছিলেন ৩১ টি ৷
advertisement
রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক করেছে রোনাল্ডো-জিদান জুটি ৷ এবার চতুর্থবারের লক্ষ্যে জার্সি বদল গুরু-শিষ্য-র ৷ ১৯৯৬-র পর আর চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি জুভেন্তাস ৷ আর তাই ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যেই এই বড় বদলের পথে ইতালিয়ান জায়ন্টরা ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গুরু-শিষ্যের পুনর্মিলন! জুভেন্তাসের পথে জিদান
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement