জেনে নিন, প্যারিসে বসে কার সঙ্গে ফ্রান্সের জন্য 'চিয়ার্স' করলেন ঐশ্বর্য !
Last Updated:
জেনে নিন, প্যারিসে বসে কার সঙ্গে ফ্রান্সের জন্য 'চিয়ার্স' করলেন ঐশ্বর্য !
#মুম্বই: ২০ বছর পর ফুটবল বিশ্বকাপ জিতল ফ্রান্স। ফরাসি অনুরাগীরা সেলিব্রেশনে ব্যস্ত! জানতেন, ঐশ্বর্য রাই বচ্চনও এ'বছর সাপোর্ট করেছিলেন ফ্রান্স-কে! আর প্যারিসে বসে সেই জয়ের মুহূর্ত সেলিব্রেট করলেন ঐশ্বর্য। কিন্তু প্যারিসে কে ছিলেন তাঁর সঙ্গী? অভিষেক তো ছিলেন না! তা হলে?
গতকাল আইফেল টাওয়ার চত্বরে ভিড় জমিয়েছিলেন ফরাসিরা। হোটেলের বারান্দা থেকে সেই দৃশ্য ফ্রেমবন্দি করেছেন ঐশ্বর্য। পতাকা হাতে নিয়ে রাস্তায় চলেছে খুশির জনস্রোত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন বচ্চন বৌমা! সবই তো ঠিক আছে! কিন্তু ফের ঘুরে ফিরে আসছে সেই এক প্রশ্ন! প্যারিসে সুন্দরীর সঙ্গে কে ছিলেন?
advertisement
advertisement
ইনস্টাগ্রামে সুন্দরী ছবি পোস্ট করার পর থেকেই তাঁর ভক্ত মহলে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে! নিন্দুকেদের জল্পনা কল্পনা আকাশ ছুঁয়েছে!
নাহ! আর রহস্য নয়! সব গরম জল্পনা কল্পনায় ঠাণ্ডা জল! ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে প্যারিসে আর কেউ ছিলেন না, ছিলেন তাঁর মা বৃন্দা রাই আর মেয়ে আরাধ্যা !
advertisement
Location :
First Published :
July 16, 2018 7:49 PM IST