West Medinipur Murder : আবারও পনের বলি গৃহবধূ। পলাতক স্বামী, ঘরের মেয়ের নির্মম মৃত্যুতে শোকস্তব্ধ শালবনী

Last Updated:

এদিকে, মৃত্যুর খবর পেয়ে স্বামী সহ শশুর বাড়ির অন্যান্য অভিযুক্তরা পলাতক। মৃতার বাপের বাড়ির তরফে আনন্দপুর থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ করা হয়েছে। মৃত্যুর আগে শ্বশুরবাড়ির লোকজনরা আগুন ধরিয়ে মারার চেষ্টা করেছিল সেই বয়ান দিয়ে গেছে ওই গৃহবধূ। 

কান্নায় ভেঙে পড়েছে প্রিয়ার পরিবার
কান্নায় ভেঙে পড়েছে প্রিয়ার পরিবার
#পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুরে পনের বলি এক গৃহবধূ। দাবি মতো টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকার বেতবোনী গ্রামের বাসিন্দা অবিন মান্নার বিরুদ্ধে (West Medinipur Murder)। পেশায় সে  আনন্দপুর থানার গাড়ির চালক । জানা যায়, গত আড়াই বছর আগে, শালবনী থানা এলাকার মেটাল গ্রামের প্রিয়া ভূঁইয়া মান্নার সাথে বিয়ে হয় আনন্দপুর থানার পুলিশের গাড়ির চালক অবিন মান্নার। মৃত গৃহবধূর পরিবার ও গ্রামবাসীরা জানায়, বিয়ের কয়েক মাস কেটে যাওয়ার পর থেকে তাঁর উপর নানা রকম শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। সাথে নগদ টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য চাপ দেওয়া হতো। এই নিয়ে, গ্রামবাসীরা একাধিকবার আলোচনায় বসেছে। তাও অত্যাচার কমেনি বলে অভিযোগ মেয়ের বাবা ও স্থানীয় প্রতিবেশীদের। গত কয়েকমাস ধরেই ৭০ হাজার টাকা দাবি করে স্বামী অবিন মান্না। সেই টাকা না পেয়ে তাকে আগুনে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ মৃতার পরিবার ও গ্রামবাসীদের।
এই ঘটনার সাথে জড়িত রয়েছে মৃতার স্বামী অবিন সহ ননদ নন্দাই শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা (West Medinipur Murder)। জানা যায়, গত ১৫ ডিসেম্বর রান্না করার সময় ওই গৃহবধুর গায়ে আগুন লাগিয়ে দেয় স্বামী সহ শশুরবাড়ির লোকজন। স্থানীয় বাসিন্দারা গৃহবধূর চিৎকার শুনে বাপের বাড়িতে খবর দেন, পাশাপাশি এলাকার অন্যান্য মানুষদের সহযোগীতায় প্রিয়াকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ২১ ডিসেম্বর NRS এ মৃত্যু হয় প্রিয়ার।
advertisement
এইদিকে, মৃত্যুর খবর পেয়ে স্বামী সহ শশুর বাড়ির অন্যান্য অভিযুক্তরা পলাতক। মৃতার বাপের বাড়ির তরফে আনন্দপুর থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ করা হয়েছে। মৃত্যুর আগে, শ্বশুরবাড়ির লোকজনেরা আগুন ধরিয়ে মারার চেষ্টা করেছিল সেই বয়ান দিয়ে গেছে ওই গৃহবধূ (West Medinipur Murder)। মৃতার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মৃত প্রিয়ার পরিবার ও এলাকাবাসীদের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। বৃহস্পতিবার রাতে গৃহবধুর মৃতদেহ শালবনীর গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে প্রিয়ার পরিবার পরিজন।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Murder : আবারও পনের বলি গৃহবধূ। পলাতক স্বামী, ঘরের মেয়ের নির্মম মৃত্যুতে শোকস্তব্ধ শালবনী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement