West Midnapore News: সীমান্তে টাকা উদ্ধার, ছাড় পেতে পুলিশকে 'টাকার' অফার ধৃতের, তারপরের ঘটনা আবাক করবে!
- Published by:Salmali Das
Last Updated:
West Midnapore News: "টাকা নিন ছেড়ে দিন।" পুলিশকে 'অফার' এনামুলের। লাখ লাখ টাকা-সহ ধরা পড়তে পুলিশকে টাকার অফার দিল ধৃত যুবক। এমনই পুলিশ সূত্রে খবর।
দাঁতন: "টাকা নিন ছেড়ে দিন।" পুলিশকে 'অফার' এনামুলের। লাখ লাখ টাকা-সহ ধরা পড়তে পুলিশকে টাকার অফার দিল ধৃত যুবক। এমনই পুলিশ সূত্রে খবর। রাজ্য জুড়ে টাকা উদ্ধার নতুন কিছু নয়। ফের বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাঁতনে।
টাকা ভর্তি গাড়ি ধরতেই, টাকা নিয়ে ছেড়ে দেওয়ার আবেদন শুনতে হল পুলিশকে। ঘটনায় তাজ্জব পুলিশ। তবে আবেদনে সাড়া না দিয়ে ওড়িশার কটক থেকে রাজ্যে ঢোকা গাড়ি বাজেয়াপ্ত। সহ-চালক হুগলির চণ্ডীতলার বাসিন্দা সেক এনামুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে দাঁতন থানার বাইপাটনা এলাকার ঘটে এই ঘটনা।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওড়িশা থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে এ রাজ্যে ঢোকা একটি গাড়ি থেকে প্রায় ষোলো লক্ষ টাকা উদ্ধার করল দাঁতন থানার পুলিশ। সোমবার ভোরে ওড়িশা-বাংলা সংযোগকারী গ্রামীণ রাস্তার বাইপাটনাতে প্রতিদিনের মতো গাড়িতে তল্লাশি চালাচ্ছিল দাঁতন পুলিশ। তখনই একটি গাড়িকে আটকানো হয়। পুলিশ জানাচ্ছে, চালকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। টাকা সম্পর্কে কিছু জানাতে পারেনি চালক সেক এনামুল হোসেন। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে।
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে পোনেরো লক্ষ ৯৬ হাজার টাকা পাওয়া গেছে। পোশাকের বিভিন্ন অংশে রাখা ছিল এই টাকা। তবে এ টাকা কোথা থেকে কোথায় যাচ্ছিল তা সঠিক জানায়নি ওই ব্যক্তি। তবে পুলিশ বারবার জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ওড়িশার কটক থেকে টাকা গাড়িতে করে হুগলির চণ্ডীতলা যাচ্ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত একজনের নাম জানিয়েছে। তবে প্রথমে তেমন কিছুই জানাতে চায়নি। এ পর্যন্ত সবই ঠিক ছিল।
advertisement
তবে পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে 'রফা' করে নেওয়ার জন্যে বলে ধৃত এনামুল। যা শুনে অবাক পুলিশ কর্তারা। পুলিশ জানাচ্ছে, কটকের একজনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি তার টাকা বলে দাবি করেছেন। পুলিশের চেকিং এড়াতে জাতীয় সড়ক ছেড়ে দুই রাজ্যের সংযোগকারী গ্রামীণ রাস্তা ধরেছিল গাড়িটি। পুলিশ এদিন ধৃতকে দাঁতন এসিজেএম আদালতে তোলে। তবে এত টাকা কার? কোথায় বা যাচ্ছিল তার তদন্তে জেলা পুলিশ।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 1:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: সীমান্তে টাকা উদ্ধার, ছাড় পেতে পুলিশকে 'টাকার' অফার ধৃতের, তারপরের ঘটনা আবাক করবে!