West Midnapore News: দুয়ারে সরকার কর্মসূচির পর এবার দুয়ারে ডাক্তার কর্মসূচি

Last Updated:

দুয়ারে সরকার কর্মসূচির পর এবার দুয়ারে ডাক্তার কর্মসূচি 

+
দুয়ারে

দুয়ারে ডাক্তার কর্মসূচিতে উপস্থিত বিধায়ক

নারায়ণগড়: সাধারণ মানুষের মধ্যে সরকারি নানা সুযোগ সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন ব্লকে ব্লকে হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার কর্মসূচির পর এবার দুয়ারে ডাক্তার কর্মসূচি। যেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা প্রান্তিক এলাকায় এসে সাধারণ মানুষের চিকিৎসা করছেন।প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের অধিকাংশ মানুষকে উন্নততর চিকিৎসার জন্য খড়গপুর কিংবা মেদিনীপুর হাসপাতালে ছুটতে হয়।
তবে সেই মুশকিল আসান হল দুয়ারে ডাক্তার কর্মসূচিতে। বিভিন্ন স্বনামধন্য চিকিৎসক উপস্থিত ছিলেন দুয়ারে ডাক্তার কর্মসূচিতে। নারায়ণগড় ব্লকের বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠে আয়োজিত হয় এই বিশেষ কর্মসূচির। নাক, কান, গলা , চক্ষু, অর্থোপেডিক সহ একাধিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এদিন। পাশাপাশি এই কর্মসূচি থেকে প্রতিবন্ধী মানুষদের নির্ণয় করে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।
advertisement
জেলা স্বাস্থ্য দফতর এবং ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রান্তিক এলাকায় এই দুয়ারে ডাক্তার কর্মসূচিতে ১২ জন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। ব্লকের প্রায় পাঁচ শতাধিকেরও বেশি মানুষ এদিন তাদের চিকিৎসা করিয়েছেন। বিনামূল্যে ওষুধের পাশাপাশি উন্নততর চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন উপস্থিত চিকিৎসকেরা।
advertisement
advertisement
আরও পড়ুন: Grahan 2023: পুজোর মাসে জোড়া গ্রহণ! অক্টোবরে সূর্য ও চন্দ্রগ্রহণে ৩ রাশির হাতে প্রচুর সম্পত্তি, হঠাৎ করে টাকা, গাড়ির সঙ্গে বাড়ি
দুয়ারে প্রশাসন কর্মসূচির পর দুয়ারে ডাক্তার কর্মসূচিতে প্রান্তিক এলাকার বহু মানুষ উপকৃত হয়েছেন বলে তাদের দাবি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, সহ ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: দুয়ারে সরকার কর্মসূচির পর এবার দুয়ারে ডাক্তার কর্মসূচি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement