West Medinipur news: লুকিয়ে গৃহবধূর স্নানের ভিডিও করে প্রতিবেশি যুবক! ভাইরাল করার হুমকি! ভয়াবহ ঘটনা
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
West Medinipur news: শুধু স্নানের ভিডিও নয়। এই জাল বিস্তারিত অনেক দূর। জানলে ভয় হবে
পশ্চিম মেদিনীপুর: গত দুই মাস ধরে এক গৃহবধূর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।অবশেষে থানার দ্বারস্থ হয় গৃহবধূ।ইতিমধ্যেই অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ। আর যা নিয়ে শোরগোল পড়েছে ডেবরা এলাকা জুড়ে।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চল এলাকায়। আর এই ধরনের ঘটনায় রিতীমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রতিবেশী ওই যুবক বর্তমানে রাজ্যের বাইরে রয়েছে বলে সুত্রের খবর।গত দুই মাস আগে ওই গৃহবধু নিজের বাড়ির কাছে একটি অস্থায়ী বাথরুমে স্নান করছিল।আর দূর থেকে মোবাইলে ওই গৃহবধূর স্নান করার ভিডিও তুলে নেয় ওই প্রতিবেশী যুবক। পরে ভিডিও কলের মাধ্যমে ওই স্নানের ভিডিও গৃহবধুকে দেখিয়ে শরীরের আরও বিভিন্ন অংশ দেখাতে বলে।ভয়ে ওই গৃহবধূ তাও করে।তারপর সেই ছবিও স্ক্রীন শট নিয়ে আবার ওই গৃহবধুকে পুনরায় সহবাসের প্রস্তাব দেয় এবং ব্ল্যাকমেল করে বলে যদি সহবাস না করে তাহলে ভিডিও ভাইরাল করে দেবে।
advertisement
advertisement
আর তারপরেই পুরো ঘটনা ওই গৃহবধূ তার স্বামীকে ফোনে জানায়৷ গৃহবধূর স্বামী কাজের সুত্রে বাইরে থাকতেন।তিনি তাঁর স্ত্রীকে বাইরে ডেকে নেন।তারপরেও ওই গৃহবধুকে ফোনে হুমকি দেয়। আর তারপরেই নিজের বাড়িতে ফিরে এসে পুলিশের দ্বারস্থ হয় ওই গৃহবধূ।ডেবরা থানায় একদিন আগেই লিখিত অভিযোগ দায়ের করে৷ অভিযোগ হওয়ার পর শনিবার থেকে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।এই বিষয়ে কি কি করা যায়।বা কি কি আইনি পদক্ষেপ নেওয়া রায় সেগুলি নিয়ে চিন্তাভাবনা করছে পুলিশ।এর আগেও ডেবরা এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল।সেগুলিতে পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। এবারে কি হয় সেদিকেই তাকিয়ে ওই গৃহবধুর পরিবার।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ধরনের ঘটনা যাতে কেউ না ঘটায় তার জন্য জেলা জুড়ে ক্যাম্পও করা হয়েছে বলে সুত্রের খবর।
advertisement
Digbijoy Mahali
Location :
kolkata
First Published :
March 18, 2023 8:55 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur news: লুকিয়ে গৃহবধূর স্নানের ভিডিও করে প্রতিবেশি যুবক! ভাইরাল করার হুমকি! ভয়াবহ ঘটনা