West Midnapore News: খুলে গেল উপার্জনের নতুন পথ, গ্রামের এই মহিলারাও এবার আয় করবেন মোটা টাকা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স করে গ্রামীণ এলাকার গৃহবধূ এবং মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ
দাঁতন: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ ব্লক দাঁতন ১ এবং দাঁতন ২। মূলত কৃষি নির্ভর এই ব্লকগুলি। নদী তীরবর্তী দাঁতন ১ ব্লকের মানুষজন নির্ভরশীল আনাজ চাষেও। তবে প্রান্তিক এলাকার গৃহবধূ এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে এবার বিনামূল্যে বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।
স্কিল ইন্ডিয়ার অধীন জনশিক্ষণ সংস্থা নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে গ্রামীণ এলাকায় প্রায় ২৫জন মহিলাকে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কনে সাজানো থেকে শুরু করে মেনিকিওর, পেডিকিওর-সহ বিউটিশিয়ান কোর্সের নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের।
advertisement
প্রসঙ্গত, বর্তমানে চাকরির আকাল। পড়াশোনা করেও মিলছে না চাকরি। উপরন্তু অত্যন্ত গ্রামীণ এলাকায় গৃহবধূদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ। পাঁচ মাস ধরে বিউটিশিয়ান কোর্সে বিভিন্ন ধরনের জিনিস শিখিয়ে স্বনির্ভর করে তোলা হবে গৃহবধূ-সহ যুবতীদের। যাতে পরবর্তীতে নিজের বাড়িতে তারা আর্থিক সংস্থানের পথ খুঁজে পান।
advertisement
সংস্থা সূত্রে জানা গিয়েছে, এর আগেও গ্রামীণ এলাকার মহিলা এবং গৃহবধূদের নিয়ে ২৫ জনের একটি ব্যাচকে বিউটিশন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তীতে বাকি ২৫ জনকেও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামীতেও এই প্রশিক্ষণের আয়োজন করা হবে।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 5:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: খুলে গেল উপার্জনের নতুন পথ, গ্রামের এই মহিলারাও এবার আয় করবেন মোটা টাকা