Independence Day 2023 : চালের উপর সূক্ষ্ম কাজ, ক্ষুদিরামের ছবি এঁকে তাক লাগালেন কেশপুরের প্রসেনজিৎ
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Independence Day 2023 : চালের উপর ক্ষুদিরামের ছবি এঁকে শ্রদ্ধা চিত্রশিল্পীর
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জেলার বীর সন্তানকে ছোট্ট চালের দানার উপরে তাঁর প্রতিকৃতি এঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এক শিল্পী। কেশপুরের বাসিন্দা প্রসেনজিৎ কর, ছোট্ট চালের দানার উপরে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি এঁকেছেন।
ছোট থেকেই অঙ্কন-সহ নানা শিল্পকর্মের প্রতি ঝোঁক তাঁর। কখনও চালের উপর, আবার কখনও মুগের দানা কিংবা চক কেটে মনীষীদের ছবি-সহ নানা শিল্পকর্মকে ফুটিয়ে তুলেছেন তিনি। ১১ অগাস্ট ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে প্রসেনজিতের নতুন সৃষ্টি চালের দানার উপর ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি অঙ্কন। প্রসেনজিৎ তাঁর বাবার ছোট্ট গ্যারাজে মিস্ত্রির কাজ করেন। ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেছেন তিনি। করেছেন আইটিআই কোর্সও।
advertisement
advertisement
প্রসেনজিৎ বলেন, বাবার গ্যারাজে কাজ করার পর অবসর সময় তিনি ছবি আঁকেন। দেশের অন্যতম বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি, চালের উপর কালি দিয়ে এঁকে ফুটিয়ে তুলেছেন তিনি। মেদিনীপুর জেলা তথা দেশের বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে কেশপুরের যুবকের এই শিল্পকর্ম দেখে মুগ্ধ সকলে। দেশমাতৃকাকে স্বাধীন করতে ১৮ বছর বয়সে আত্মবলিদান দেওয়া জেলার বীর সন্তানকে শ্রদ্ধা জানানোর অভিনব ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2023 5:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Independence Day 2023 : চালের উপর সূক্ষ্ম কাজ, ক্ষুদিরামের ছবি এঁকে তাক লাগালেন কেশপুরের প্রসেনজিৎ