Paschim Medinipur News: বাঁধ নির্মাণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা

Last Updated:

ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরের রাজনগরে পথ অবরোধ গ্রামবাসীদের। অবরোধকারীদের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে শিলাবতী নদীর পাড়ে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন ৮ থেকে ১০ টি গ্রামের।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরের রাজনগরে পথ অবরোধ গ্রামবাসীদের। অবরোধকারীদের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে শিলাবতী নদীর পাড়ে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন ৮ থেকে ১০ টি গ্রামের। ঘটনা সুত্রে জানা যায়, দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর কালসাবা ভাঙা পোলের কাছে শিলাবতী নদীর বাঁধ দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় ছিল, সেই ভগ্ন বাঁধেই আবারও নতুন করে ধ্বস দেখা দেয়। আর সেই কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৮ থেকে ১০ টি গ্রামের মানুষজনের।
স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, বছরের পর বছর গড়িয়ে গেলেও এই বাঁধ মেরামত করেনি প্রশাসন, যার ফলে ব্যাপক অসুবিধার মধ্যে এলাকার সাধারণ মানুষ। স্থানীয় মানুষজনেরা জানান, বারে বারে প্রশাসনকে বলে কাজ হয়নি। তাই আমরা আজ বাধ্য হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সোমবার দুপুর নাগাদ পথ অবরোধের জন্য ঘাটাল দাসপুর রাজ্য সড়কে দেখা দেয় তীব্র যানজট। ঘটনার খবর যায় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখার্জি।
advertisement
আরও পড়ুনঃ সরকারি জমি দখল করে পাকা বাড়ী তৈরি করে চলছে রমরমিয়ে ব্যবসা!
অমিত মুখার্জীর আশ্বাসে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি প্রতিশ্রুতি মত বাঁধ মেরামত করার কাজ না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। যদিও পঞ্চায়েত প্রশাসনের তরফে জানা গেছে, বিষয়টি ইতিমধ্যেই উচ্চ আধিকারিককে জানানো হয়েছে, অর্থ বরাদ্দ হলেই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। তবে দেখার বিষয় সাধারণ মানুষের এই সমস্যার সমাধান কত দিনের মধ্যে হয়।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: বাঁধ নির্মাণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement