Paschim Medinipur News: সরকারি জমি দখল করে পাকা বাড়ী তৈরি করে চলছে রমরমিয়ে ব্যবসা!

Last Updated:

সরকারি জমি দখল করে পাকাপোক্ত বাড়ি বানিয়ে চলছে রমরমিয়ে ব্যবসা। মেদিনীপুর শহর লাগোয়া ধর্মার ৬০ নং জাতীয় সড়কের পাশেই রয়েছে সরকারি খাস জমি।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : সরকারি জমি দখল করে পাকাপোক্ত বাড়ি বানিয়ে চলছে রমরমিয়ে ব্যবসা। মেদিনীপুর শহর লাগোয়া ধর্মার ৬০ নং জাতীয় সড়কের পাশেই রয়েছে সরকারি খাস জমি। সেই জমি বিভিন্ন সময়ে পাট্টা আকারে সরকারের তরফে দেওয়া হয়েছে এলাকার বেশকিছু দরিদ্র আদিবাসী পরিবার গুলিকে। কিন্তু তারপরেই সেই পাট্টার জমি হয়ে যাচ্ছে বেহাত। কিছু অর্থের বিনিময়ে সেই সমস্ত সরকারি জমি নিজেদের দখলে নিচ্ছে অন্যান্য জাতির মানুষ এবং সেই জমিতেই পাকাপাকি বাড়ি নির্মাণ করে চালিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যবসা।
মেদিনীপুর সদর ব্লকের ৬০ নং জাতীয় সড়কের পাশে এরকম বহু সরকারি জমি চলে যাচ্ছে ব্যবসায়ীদের দখলে। সদর ব্লকের তোড়াপাড়া মৌজার (LR - Plot no 362) প্রায় 0.47 একর জমি জনৈক ব্যক্তি কয়েক বছর ধরে দখল করে চালিয়ে যাচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। শুধু ওই ব্যক্তি নয় তার আশেপাশে সমস্ত ব্যবসায়ীরাই সরকারি জমি দখল করে চালাচ্ছে ব্যবসা। পাশাপাশি জাতীয় সড়কের পাশের জায়গাও ঘিরে ফেলেছে তারের বেড়া দিয়ে। এমনটাই অভিযোগ স্থানীয়দের।
advertisement
আরও পড়ুনঃ শুকনো বাঁশ পাতার জ্বালানি ব্যবহার করে অঙ্গনওয়াড়ীর রান্না! অবাক কাণ্ড চন্দ্রকোনায়
এলাকার মানুষ চান সরকারি জমি যেন সরকারের দখলেই থাকে। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি ভূমি দপ্তরে লিখিত অভিযোগও জানিয়েছেন। কিন্তু তারপরেও সে জমি রয়েছে তাদেরই দখলে। যদিও এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সুমন সৌরভ মহান্তি ক্যামেরার সামনে প্রতিক্রিয়া না দিলেও, তিনি জানিয়েছেন সরকারি জমি দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিন্দুমাত্র বরদাস্ত করা হবে না।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: সরকারি জমি দখল করে পাকা বাড়ী তৈরি করে চলছে রমরমিয়ে ব্যবসা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement