Paschim Medinipur News: বারবার প্রশাসনকে জানিয়েও লাভ না হওয়ায় রাস্তা কেটে বিক্ষোভ গ্রামবাসীদের!
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
গ্রামে ঢোকার প্রধান রাস্তা কেটে বিক্ষোভে শামিল গ্রামেরই বাসিন্দারা! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের খেজুরবনি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ভেতরে গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তার ওপর জোরপূর্বক পাকার পাঁচিল তুলেছেন ওই গ্রামেরই ২ বাসিন্দা
#পশ্চিম মেদিনীপুর : গ্রামে ঢোকার প্রধান রাস্তা কেটে বিক্ষোভে শামিল গ্রামেরই বাসিন্দারা! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের খেজুরবনি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ভেতরে গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তার ওপর জোরপূর্বক পাকার পাঁচিল তুলেছেন ওই গ্রামেরই ২ বাসিন্দা, সেই প্রাচীর তৈরির ফলে বন্ধ হয়ে যায় বেশকিছু গ্রামবাসীদের যাতায়াতের রাস্তাটি। যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ওই গ্রামের বাসিন্দাদের। বারবার পুলিশ-প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত এবং বিডিও সহ একাধিক সরকারি আধিকারিকদের লিখিত আকারে রাস্তা খুলে দেওয়ার আবেদন জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ ওই গ্রামের বাসিন্দাদের।
অবশেষে প্রশাসনের কোনও হস্তক্ষেপ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের মানুষজন। গ্রামে ঢোকার প্রধান ও গুরুত্বপূর্ণ রাস্তা কেটে বিক্ষোভে সামিল হন ওই গ্রামের মানুষজনেরা। গ্রামের সাধারণ মানুষজনের দাবি, এই বিষয়ে প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে এর থেকেও বড়ো আন্দোলন করবে বলে জানান তারা। এবং সামনেই আসন্ন পঞ্চায়েত ভোট, ভোটের আগে এই সমস্যার কোন সুরাহা না হলে অন্য পদ্ধতি অবলম্বন করার কথাও জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
এবিষয়ে চন্দ্রকোনার ২ নং জাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সদেশ প্রামাণিক জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি অনভিপ্রেত ঘটনা, আমরা দ্রুত বিষয়টিকে নিয়ে বসে মিটিয়ে নেবো। পাশাপাশি তিনি এও জানান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককেও বিষয়টি জানিয়েছেন, যাতে এর একটা সমাধান করা যায় সে বিষয়ে তিনি নিজেও উদ্যোগ নেবেন।
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
December 27, 2022 1:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: বারবার প্রশাসনকে জানিয়েও লাভ না হওয়ায় রাস্তা কেটে বিক্ষোভ গ্রামবাসীদের!