Mysterious Death: ভিন রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গিয়ে রহস্যমৃত্যু মেদিনীপুরের মেধাবী ছাত্রের

Last Updated:

Mysterious Death: ভিন রাজ্যে পড়তে গিয়ে রহস্য মৃত্যু এক যুবকের

+
ভিন

ভিন রাজ্যে পড়তে গিয়ে রহস্য মৃত্যু মেধাবী ছাত্রের 

রঞ্জন চন্দ, মেদিনীপুর: চিকিৎসক বাবার ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে তৈরি হবে নামকরা ইঞ্জিনিয়ার। মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করবার পর, ভিন রাজ্যে একটি প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তিও করেন ছেলেকে। মাত্র এক সপ্তাহ হয়েছে ছেলেকে, হস্টেলে ছেড়ে এসেছেন বাবা মা। তবে মুহূর্তেই সব স্বপ্ন শোকে পরিণত হল। ভিন রাজ্যে পড়তে গিয়ে রহস্যমৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে মেধাবী ছাত্র সৌরদীপ চৌধুরীর।
১৩ তলা হস্টেলে ১১ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে, কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবারকে। যদিও খুনের অভিযোগ আনছে সৌরদীপের পরিবারের লোকজন। পরিবার সূত্রে খবর, উচ্চ মাধ্যমিক পড়ার পর সৌরদীপকে অন্ধ্রপ্রদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্সে বিটেকে ভর্তি করেছিলেন পরিবারের লোকজন। পড়াশোনার জন্য এক সপ্তাহ আগে তাঁকে কলেজে রেখেও দিয়ে আসেন বাবা-মা।
advertisement
তবে সোমবার তাঁর রহস্যমৃত্যুর খবর পৌঁছয় পরিবারের কাছে। বুধবার তাঁর নিথর দেহ বাড়িতে আসে। প্রসঙ্গত সৌরদীপের বাবা সুদীপ চৌধুরী মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের চিকিৎসক। বাবা-মায়ের একমাত্র ছেলে সৌরদীপ। মৃত্যুর খবর পেয়ে সোমবার অন্ধপ্রদেশের গুন্টুর জেলার বিজয়ওয়াড়ায় সেই শিক্ষাপ্রতিষ্ঠানে যান পরিবারের লোকজন।
advertisement
তবে কর্তব্যরত বেশ কয়েকজন কর্মীকে সৌরদীপের বাবা প্রশ্ন করলে তাঁরা অসংলগ্ন কথা বলেন বলে অভিযোগ। দুর্ঘটনা নাকি আত্মহত্যা? নাকি এর পিছনে রয়েছে বড় কোন রহস্য? সম্পূর্ণ ঘটনা তদন্তের দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরদীপের বাবা।ছেলেকে হারিয়ে সর্বস্বান্ত বাবা-মা। শোকে বিহ্বল সৌরদীপের বন্ধুবান্ধব থেকে মেদিনীপুর শহরবাসী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Mysterious Death: ভিন রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গিয়ে রহস্যমৃত্যু মেদিনীপুরের মেধাবী ছাত্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement