West Medinipur Covid Awareness: লক্ষ্য একটাই, করোনা সম্পর্কে সচেতনতার বার্তা, করোনা ভাইরাস সেজে চন্দ্রকোনার তৃনাঙ্কুর সাইকেলে ঘুরে নিয়েছেন ১০ টি জেলা।
- Published by:Samarpita Banerjee
Last Updated:
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আলমগঞ্জ এলাকায় দেখা গেলো তৃনাঙ্কুর পালকে করোনা ভাইরাস সেজে মানুষদের সচেতন করতে।
#পশ্চিম মেদিনীপুর- তৃণাঙ্কুর পাল, চন্দ্রকোনা টাউনের ডিঙ্গাল এলাকার বাসিন্দা। এপর্যন্ত ১০ টা জেলা সাইকেলে চড়ে ঘুরে নিয়েছেন। আয় কিছু নেই, লোকে খুশি হয়ে যেটুকু দেয়, সেটাই তার আয়। লক্ষ্য একটাই, করোনা ভাইরাস সেজে করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। আর সেই সচেতনতা বার্তা দেওয়ার নেশায় এপর্যন্ত রাজ্যের ১০ জেলায় সচেতনার বার্তা দিয়ে ঘুরে বেড়িয়েছেন। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আলমগঞ্জ এলাকায় দেখা গেলো তৃনাঙ্কুর পালকে করোনা ভাইরাস সেজে মানুষদের সচেতন করতে।
Location :
First Published :
January 24, 2022 1:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Covid Awareness: লক্ষ্য একটাই, করোনা সম্পর্কে সচেতনতার বার্তা, করোনা ভাইরাস সেজে চন্দ্রকোনার তৃনাঙ্কুর সাইকেলে ঘুরে নিয়েছেন ১০ টি জেলা।