Paschim Medinipur News: বিভিন্ন নাচের মাধ্যমে নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার প্রচেষ্টা আদিবাসীদের

Last Updated:

বাংলা তথা বাঙালী সম্প্রদায়ের অন‍্যতম উৎসব দূর্গা পূজা। তাই এই মাসকে টান মাস হিসেবে ধরা হয়। এই টান মাসের সময় প্রকৃতি পুজারী খেরওয়াল সংস্কৃতি ধারী কুড়মি, সাঁওতাল প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মেতে থাকেন কাঠি নাচ, সাড়পা নাচ, দাঁশাই নাচ, ভুয়াং নাচ প্রভৃতি নিয়ে।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : বাংলা তথা বাঙালী সম্প্রদায়ের অন‍্যতম উৎসব দূর্গা পূজা। তাই এই মাসকে টান মাস হিসেবে ধরা হয়। এই টান মাসের সময় প্রকৃতি পুজারী খেরওয়াল সংস্কৃতি ধারী কুড়মি, সাঁওতাল প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মেতে থাকেন কাঠি নাচ, সাড়পা নাচ, দাঁশাই নাচ, ভুয়াং নাচ প্রভৃতি নিয়ে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তারা এই কাঠি নাচ নেচে চাঁদা সংগ্রহ করে। নিজের এলাকা ছেড়ে শহরের বিভিন্ন আনাচে কানাচে তারা এই নাচ নেচে চাঁদা সংগ্রহ করে। গ্রামের সারা বাড়ির প্রবেশ দরজায় গেরুটীকা দিয়ে রাঙিয়ে দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
অষ্টমী তিথিতে আতপ চালের গুঁড়ি, ঘি, মধু সহযোগে থোড় ধান গাছকে সাধভক্ষন করানো হয়। আর অন্য দিকে চলতে থাকে এই নাচের আসর। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে প্রতি বাড়িতে পিঠে পুলির আনন্দ উপভোগ করেন তারা। পুরুষেরা শাড়ী চুড়ি গহনা পরে নাচনীর বেশে এই উৎসব পালন করেন। ঢোল, ধামসা, মাদলের তালে মুখরিত হয় গোটা গ্রাম। আর এতে মেতে ওঠেন আবাল বৃদ্ধ সবাই।
advertisement
আরও পড়ুনঃ সমাজ ও সংস্কৃতির অবক্ষয়ের দিকটিকে স্বচ্ছতার মাধ্যমে তুলে ধরতে কাঁচের প্রতিমা গড়েছেন শিল্পী
এখন গ্রামে গ্রামে চলছে এই নাচ। যেই নৃত্যে অংশগ্রহণ করেছে গ্রামের বহু মানুষ। শুধু নিজেদের গ্রামেই নয়, শহরের রাস্তায় রাস্তায় ঘুরে কাঠি নাচ করে অর্থ উপার্জন করে এই কাঠি নাচের দল। উপার্জিত অর্থ দিয়ে নিজেদের দেবতার পূজা করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। সেরকমই কয়েকটি নাচের দলকে মঙ্গলবার দেখা গেল মেদিনীপুরের রাস্তায়। যারা নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে নিজেদের দেবতার জন্য সব কিছুই করতে পারেন।
advertisement
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: বিভিন্ন নাচের মাধ্যমে নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার প্রচেষ্টা আদিবাসীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement