Municipality Election : একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মেদিনীপুর পুরসভা দখল করল তৃণমূল, খাতা খুলতে পারলো না বিজেপি
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বিজয়ী তৃণমূল প্রার্থীরা নিজ নিজ এলাকায় বিজয় মিছিল বের করে ভোটারদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন
#পশ্চিম মেদিনীপুর- মেদিনীপুর পৌরসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। বুধবার ছিল মেদিনীপুর পৌরসভার ফলাফল ঘোষণা। প্রকাশিত ফলাফল অনুযায়ী মেদিনীপুর পৌরসভার ২৫ টি আসনের মধ্যে ২০ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। ৩ টি আসনে জয়ী হয়েছে বামফ্রন্ট, একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস এবং একটি পেয়েছে নির্দল প্রার্থী। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। দুপুর ১২ টা নাগাদ মেদিনীপুর শহরবাসীর কাছে মেদিনীপুর পুরসভার ফলাফলের চিত্রটা পরিষ্কার হয়ে যায়। তবে এবার মেদিনীপুর পৌরসভায় সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন ২২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মৌসুমী হাজরা। অন্যদিকে ৬ বারের কংগ্রেস কাউন্সিলার ১৫ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী শম্ভুনাথ চ্যাটার্জীকে হারিয়ে প্রথম বার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্ধিতা করে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রাহুল বিষুই।
অন্যদিকে তৃণমূলের প্রবীন প্রার্থী আশিষ চক্রবর্ত্তীকে ২১ নং ওয়ার্ডে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সাইফুল হোসেন। ১৪ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন নির্দল প্রার্থী অর্পিতা রায় নায়েক। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা শহর জুড়ে ছোট ছোট মিছিল করে। ফলাফল ঘোষণার পর মেদিনীপুর ফেডারেশন হলে এক সাংবাদিক বৈঠক করেন মেদিনীপুর পুরসভা নির্বাচনের কো অর্ডিনেটর অজিত মাইতি এবং বিধায়ক জুন মালিয়া। তৃণমূলের হাতে মেদিনীপুর পুরসভার দায়িত্ব তুলে দেওয়ার জন্য ২৫ টি ওয়ার্ডের মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁরা। পরে বিজয়ী তৃণমূল প্রার্থীরা নিজ নিজ এলাকায় বিজয় মিছিল বের করে ভোটারদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Location :
First Published :
March 02, 2022 8:47 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Municipality Election : একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মেদিনীপুর পুরসভা দখল করল তৃণমূল, খাতা খুলতে পারলো না বিজেপি