পশ্চিম মেদিনীপুর: সরকারি প্রচার, পুলিশি কড়াকড়ি কোনও কিছুই বাল্যবিবাহ ঠেকাতে পারছে না। তবুও কন্যাশ্রী ক্লাব ও চাইল্ড লাইনের তৎপরতায় কিছু কিছু ক্ষেত্রে বিয়ের মণ্ডপে হাজির হয়ে নাবালিকাদের বিয়ে ঠেকানো সম্ভব হয়েছে। তবে বহু ক্ষেত্রে সকলের অজান্তেই পাচার হয়ে যাচ্ছে মেয়েরা। কখনও সুন্দর সংসারের স্বপ্ন, আবার কখনও ভালো রোজগারের আশা দেখিয়ে বাংলা থেকে ভিন রাজ্য এমনকি বাংলাদেশ, নেপালে নারী পাচারের ঘটনা ঘটছে। এই বাল্যবিবাহ ও নারী পাচারের পিছনে পরিবারের বাবা, কাকা, দাদাদের মানসিকতা অনেকটা দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের সেই মনোভাব পাল্টানোর বার্তাই দিল পথ নাটক 'সামাল সামাল রে'।
কন্যা সন্তানের প্রতি পরিবারের অনীহা দূর হোক, মেয়েদের উচ্চশিক্ষা নিয়ে সচেতন হোক পুরুষ। তাঁদের নাটকে এমনই বার্তা তুলে ধরল এগরা কৃষ্টি নাট্য সংস্থা। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এই পথনাটক আয়োজিত হয়। পশ্চিম মেদিনীপুরের খাকুড়দাতে নারীর প্রতি পুরুষের মনোভাব আজও কী তা এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সেখানে দেখানও হয়েছে, মেয়ে এবং মায়ের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ। তবে স্বামী বিমুখ, মদ্যপ। কীভাবে তাঁকে সচেতন করে অগ্রগতির পথে ফিরিয়ে আনা হল সেই গল্পই বলে সামাল সামাল রে।
আরও পড়ুন: কর্ণাটকের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ, এক দফাতেই ভোট, তিন দিন পরে ফলাফল
বাল্যবিবাহ ঠেকাতে ও নারী শিক্ষার প্রসারে আয়োজিত এই পথনাটক দেখতে ভিড় করেন এলাকার বহু মানুষ। নাটক শেষে দর্শকদের মুখ-চোখই বলে দেয় বিষয়গুলি তাঁদের যথেষ্ট ভাবিয়েছে।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child Marriage