West Midnapore News: বিশেষভাবে সক্ষমদের তৈরি রাখি মিলবে বাজারে, থাকছে নতুনত্বের ছোঁয়া 

Last Updated:

পরিবেশ বান্ধব নানা উপকরণ দিয়ে রাখি বানাতে ব্যস্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা। তাদের এই রাখিগুলি বিক্রি হবে ভারতের বিভিন্ন শহরে।

+
title=

দাঁতন: ওরা বিশেষভাবে সক্ষম হলেও ওরা পারে। নিজেদের অপটু হাতে সুন্দর রাখি বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে বিশেষ সক্ষম শিশুরা। ওদের মধ্যে কেউ ঠিকমত কথা বলতে পারে না, আবার ঠিকমতো চলতেও পারে না। ওরা বিশেষভাবে সক্ষম। তবে মানসিক অদম্য জেদ নিয়ে সমাজের মূল স্রোতে ফেরার আশায় বদ্ধপরিকর তারা। বেসরকারি একটি সংগঠনের আবাসিক বিশেষ সক্ষম পড়ুয়ারা নিজেদের হাতেই বানাচ্ছে রাখি। রাখি তৈরীর পদ্ধতি এবং সৃজনশীল এই ভাবনায় উদ্বুদ্ধ করছে সংগঠনের সদস্য থেকে তাদের শিক্ষকেরা।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি বেসরকারি সংগঠন পরিচালিত আবাসিক প্রতিষ্ঠানের বিশেষ সক্ষম ছেলেমেয়েরা প্রায় দু মাসের চেষ্টায় বানিয়ে ফেলেছে বেশ কয়েক হাজার রাখি। রাখি বন্ধনের আগে পর্যন্ত এটাই তাদের প্রশিক্ষণ। বিশেষ সক্ষম ছেলেমেয়েদের হাতে বানানো সেই সব রাখি বাজারে বিক্রির পাশাপাশি অনলাইন মাধ্যমে বিক্রি করছে সংগঠনটি।
আরও পড়ুন ঃ মেদিনীপুরে অভিনব ভাবনা! সবুজায়নের বার্তা ছড়াতে পড়ুয়াদের হাতিয়ার ‘ রাখি ‘
ইতিমধ্যে দাঁতন বাজার-সহ মেদিনীপুর এমনকি দিল্লিতেও পৌঁছে গিয়েছে সেইসব রাখি। পরিবেশবান্ধব নানান জিনিস যেমন কুমড়োর বীজ, ধান, তুলো, কাগজ দিয়ে তারা এই রাখিগুলো তৈরি করছে। শুধু উপার্জনের ক্ষেত্র নয়, রাখি বন্ধনের দিন জেলার বিভিন্ন প্রশাসনিক দফতরের আধিকারিকদের হাতে রাখি বেঁধে বন্ধনের বার্তা দেবে বিশেষ সক্ষম এই ছাত্র ছাত্রীরা।
advertisement
advertisement
বাড়তি রাখি বিক্রি করে উপার্জিত লভ্যাংশ বিশেষ সক্ষম ছেলেমেয়েদের অ্যাকাউন্টে জমানো থাকবে বলে জানিয়েছে সংগঠনের সহ সম্পাদক। যা তাদের আগামী জীবনে কাজে লাগবে।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: বিশেষভাবে সক্ষমদের তৈরি রাখি মিলবে বাজারে, থাকছে নতুনত্বের ছোঁয়া 
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement