হোম /খবর /মেদিনীপুর /
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবার সরস্বতী পুজোর থিম রবীন্দ্রনাথের সহজ পাঠ

Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবার সরস্বতী পুজোর থিম রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ

X
বিদ্যাসাগর [object Object]

এই থিম সহ পুজো মণ্ডপ উদ্বোধন করেন সম্মানীয় উপাচার্য মহোদয়

  • Share this:

#পশ্চিম মেদিনীপুর- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত, এই বছর সরস্বতী পুজোর থিম রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ। এই থিম সহ পুজো মণ্ডপ উদ্বোধন করেন সম্মানীয় উপাচার্য মহোদয়। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি ছাত্র-ছাত্রীদের কাছে দেবী সরস্বতীর শুভ্রা রূপের বর্ণনা দেন। এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পুজোর থিম সহজপাঠ। উদ্যোক্তদের পক্ষে প্রসেনজিৎ বেরা জানান, "কিছু বহিরাগত মানুষেরা আমাদের দেশের মনীষীদের নাম ভুলে গেছে, তাই তাদের মনে করানোর জন্য এই থিম।"

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Saraswati Puja 2022, Vidyasagar University, West Medinipur