Paschim Medinipur News: ঝাড়গ্রামের SBSTC-র অস্থায়ী কর্মীদের আন্দোলন উঠল না আজও
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুজোর সময় এবার সরকারি বাস সমস্যায় কালনা-ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম-দিঘা, ঝাড়গ্রাম-কলকাতা রুট সহ একাধিক জায়গায় পরিসেবা নিয়ে চরম সমস্যায় বাসযাত্রীরা।
#পশ্চিম মেদিনীপুর : পুজোর সময় এবার সরকারি বাস সমস্যায় কালনা-ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম-দিঘা, ঝাড়গ্রাম-কলকাতা রুট সহ একাধিক জায়গায় পরিসেবা নিয়ে চরম সমস্যায় বাসযাত্রীরা। গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলা, পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুর, বর্ধমানে এস.বি.এস.টি.সির (SBSTC) অস্থায়ী বাস কর্মীদের বিক্ষোভ। মূলত প্রত্যেকটি সরকারি বাস ডিপোর মতই সাত দফা দাবিতে চলছে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ ও কর্মবিরতি। তবে এই অস্থায়ী কর্মীরা এতদিন ধৈর্য ধরে ছিলেন, যদি কোন সুরাহা হয় বিভিন্ন জায়গার আন্দোলনের ফলে। কিন্তু সুরাহার খবর না আসায় পুজোর আগে লাগাতার আন্দোলন শুরু করল সরকারি বাস সংস্থার অস্থায়ী কর্মীরা।
সামনেই বাঙালির শারদ উৎসব। এই শারদ উৎসবের আগে কর্মবিরতীর ডাক দেওয়ায় এস.বি.এস.টি.সির ডিপো থেকে পুরোপুরি বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ ও পর্যটকরা। এস বি এস টি সি কর্মীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা না হওয়াতে, তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। কবে উঠবে এই বাস ধর্মঘট অপেক্ষায় সাধারন যাত্রীরা॥ তবে সরকারি বাস সংস্থার বাস পরিষেবা বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারন মানুষ।
advertisement
আরও পড়ুনঃ সমাজসেবা ও সাহিত্যকর্মে অসামান্য অবদানের স্বীকৃতি! "বিদ্যাসাগর পুরস্কার" পেলেন চারজন
কারণ পুজোর মরশুমে অনেকেই বিভিন্ন পর্যটন স্থলে ভ্রমনে যান পরিবার পরিজনদের নিয়ে। এই সময় বাস পরিষেবা বন্ধ হওয়ায় রাজ্যের পর্যটন শিল্পেও ক্ষতির সম্মুখীন হতে হবে। অন্যদিকে এই সময় অনেকে দুরদূরান্ত থেকে পুজোর ছুটিতে বাড়ি ফিরে আসেন, বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারাও। কবে উঠবে সরকারি বাস সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, কবে স্বাভাবিক হবে সরকারি বাস পরিষেবা, সেদিকে তাকিয়ে রাজ্যের বিভিন্ন জেলার বাসযাত্রীরা।
advertisement
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
September 26, 2022 8:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: ঝাড়গ্রামের SBSTC-র অস্থায়ী কর্মীদের আন্দোলন উঠল না আজও