West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের ৭ টি পৌরসভার তৃণমূল প্রার্থীদের সমর্থনে মাঠে নামছেন জেলার প্রাথমিক শিক্ষকরা

Last Updated:

পশ্চিম মেদিনীপুর জেলার ৭-টি পৌরসভার প্রার্থীদের সমর্থনে, জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার দুপুরে

+
News

News 18 লোকাল

#পশ্চিম মেদিনীপুর- "মাথা উঁচু করে স্কুলে যান, ছেলেমেয়েদের মন দিয়ে পড়ান, তার পরের সময়টা তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যা কিছু করেছেন, সেই বার্তা টুকু মানুষের কাছে পৌঁছে দিন"। পশ্চিম মেদিনীপুর জেলার ৭-টি পৌরসভার প্রার্থীদের সমর্থনে জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার দুপুরে, সেখানে শিক্ষকদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষই। তিনি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানও। তবে, এই সভায় তিনি সংসদ সভাপতি হিসেবে নয়, গিয়েছিলেন সংগঠনের রাজ্য নেতা হিসেবে। সেখানে তিনি এই বার্তাই দিলেন।
তিনি বলেন, "সমাজের সর্বস্তরের মানুষের জন্য মুখ্যমন্ত্রী যা কিছু করেছেন, শুধু সেই বার্তাটুকু তুলে ধরুন। অনেকেই ভেবেছিলেন অতিমারী পর্বে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যাবে, টাকা কেটে নেওয়া হবে, তা কিন্তু হয়নি। এবার, আপনারাও মুখ্যমন্ত্রীর প্রার্থীদের জেতাতে মাঠে নেমে পড়ুন। আমিও আমার কাজের পর প্রচার করব।" অন্যদিকে, এই সভায় উপস্থিত জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, "আপনারা শিক্ষক। সমাজ আপনাদের সম্মান‌ দেয়, মেনে চলে। তাই, মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর জনমুখী প্রকল্পগুলির কথা আপনারা সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। কেন দেশের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে তৃণমূল প্রার্থীদেরই জেতাতে হবে সেই কথা তুলে ধরুন। স্কুলের পর, অবসর সময়ে আপনারা তৃণমূল প্রার্থীদের হয়ে আওয়াজ তুলুন। কারণ, শিক্ষকরাই সমাজকে সঠিক পথে চালনা করতে পারে। যেভাবে এই সরকার প্রতিটি মানুষের জন্য কাজ করে চলেছে, তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাই সর্বাধিক উপযুক্ত। তাই, স্কুলে পড়ানোর পাশাপাশি, বাড়ির পাশে, পাড়ায় পাড়ায় আপনারা সেই দায়িত্ব পালন করুন আজ থেকেই।" এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক অজিত মাইতি, কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র প্রমুখ।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের ৭ টি পৌরসভার তৃণমূল প্রার্থীদের সমর্থনে মাঠে নামছেন জেলার প্রাথমিক শিক্ষকরা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement