Municipality Election : পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

Last Updated:

অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করার বিষয়ে পুলিশ সচেষ্ট এবং তার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ

+
মেদিনীপুর

মেদিনীপুর শহরে প্রবেশ পথে পুলিশের তল্লাশী

#পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুরের ৭ টি পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। তিনি জানান, নির্বাচনের দিন জেলার সাতটি পৌরসভার প্রতিটি বুথে থাকবে অস্ত্র কড়া পুলিশি প্রহরা। এছাড়াও ইন্সপেক্টর রেঙ্ক অফিসার থাকবে HR অফিস, DCRC, স্ট্রং রুম আর একেকটি PS রিজার্ভ হিসেবে থাকছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ কর্মীদেরই লাগানো হচ্ছে নির্বাচনের কাজে, কিছু ফোর্স ঝাড়গ্রাম থেকে আনা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের জন্য। এছাড়াও নাকা চেকিং পয়েন্ট থাকছে। থাকবে পুলিশ পেট্রোলিং।
মূলত সাধারণ ভোটাররা কোনো রকম ভয়ভীতি ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার সমস্ত ব্যবস্থা করবে পুলিশ। অবাধ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন করার বিষয়ে পুলিশ সচেষ্ট এবং তার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।অন্যদিকে পুলিশ সুপারের সাংবাদিক বৈঠকের পরেই আরও তৎপরতা দেখা গেল পুলিশের ভূমিকায়। পৌরসভার নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পৌর এলাকার প্রবেশ পথ গুলোতে নাকা তল্লাশী শুরু করলো জেলা পুলিশ। পাশাপাশি নাগরিকদের মধ্যে ভয়ভীতি আতঙ্ক কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এলাকা এলাকায় চলছে পুলিশের রুটমার্চ। মেদিনীপুর শহরের প্রবেশ পথ ধর্মায় শহরে প্রবেশের সময় গাড়ি থামিয়ে চলছে তল্লাশী। পাশাপাশি শহরের অলিগলিতে চলছে দফায় দফায় পুলিশি টহল। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি কাটিয়ে ভোট দেওয়ার আবেদন জানানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Municipality Election : পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement