Paschim Medinipur: ধান চাষ করে কুলোচ্ছে না, বাড়তি আয়ের বড় যোগান ছাগল প্রতিপালন, লাভ হবে নিমেষে

Last Updated:

Paschim Midnapore News: ছাগল প্রতিপালনে ব্যাপক লাভ, দিশা দেখাচ্ছে পিংলার ব্যক্তি

+
ধান

ধান চাষের বদলে বাড়িতেই ছাগল প্রতিপালন

পিংলা:  ধান চাষ করে লাভ পাচ্ছে না প্রান্তিক এলাকার কৃষকেরা। তাই ধান চাষের পাশাপাশি বিকল্প আয়ের উৎসের দিকে ঝুঁকছেন সাধারন মানুষ। বিভিন্ন চাষবাসের পাশাপাশি ছাগল প্রতিপালন করে বিকল্প আয় করছেন গ্রামীণ এলাকার কৃষকেরা।
পশ্চিম মেদিনীপুরের পিংলার করকাই এলাকার পশুপতি ঘাটা নিজের বাড়িতেই প্রতিপালন করছেন প্রায় পঞ্চাশের বেশি ছাগল। বৈজ্ঞানিক উপায়ে বিদেশি ঘাস চাষ করে ছাগলকে খাওয়ানোর পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে বাড়িতেই এই ছাগল চাষ করছেন। যা থেকে ধান চাষের তুলনায় বাড়তি রোজগার হচ্ছে তার।
advertisement
advertisement
জানা গিয়েছে নিজের বাড়িতেই ফার্ম করে প্রায় পঞ্চাশেরও বেশি ছাগল প্রতিপালন করে লাভের মুখ দেখছেন। তিন মাস থেকে ছয় মাসের মধ্যে ছাগল বড় হলে বিক্রি করলে এক একটি ছাগল থেকে ছয় থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় করছেন পশুপতি বাবু। ছাগল প্রতিপালনের ক্ষেত্রে নিজেরাই নিজেদের পারিবারিক কাজের পাশাপাশি ছাগল প্রতিপালনে সময় দিচ্ছেন। সেক্ষেত্রে বাড়তি কর্মী ছাড়াই অনায়াসে বাড়ির লোকজনদের সামান্য পরিশ্রমে বড় হচ্ছে ছাগলগুলো।
advertisement
পশুপতি বাবু নিজের জমিতে চাষ করেছেন বিদেশি প্রজাতির একটি ঘাস। সেই ঘাস খাওয়ানো হচ্ছে প্রতিপালন করা ছাগলগুলোকে। স্বাভাবিকভাবে বাৎসরিক গড়ে বেশি টাকা আয় হচ্ছে এই ছাগল প্রতিপালনের মধ্য দিয়ে। ধান চাষের পাশাপাশি বিকল্প আয়ের দিকে জোর দিচ্ছেন কৃষকেরা।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: ধান চাষ করে কুলোচ্ছে না, বাড়তি আয়ের বড় যোগান ছাগল প্রতিপালন, লাভ হবে নিমেষে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement