Paschim Medinipur News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একদিবসীয় কর্মশালা

Last Updated:

গবেষণা আর গবেষকদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু, একটি গবেষণা বা রিসার্চ (Research) কোন পথে করলে সহজেই পাওয়া যাবে পেটেন্ট (Patent) কপিরাইট আইন (Copyright) বিষয়টা ঠিক কি? ট্রেডমার্ক (Trademark) পাওয়া যেতে পারে কীভাবে?

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে হল কর্মশালা 
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে হল কর্মশালা 
#পশ্চিম মেদিনীপুর : গবেষণা আর গবেষকদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু, একটি গবেষণা বা রিসার্চ (Research) কোন পথে করলে সহজেই পাওয়া যাবে পেটেন্ট (Patent) কপিরাইট আইন (Copyright) বিষয়টা ঠিক কি? ট্রেডমার্ক (Trademark) পাওয়া যেতে পারে কীভাবে? এই সমস্ত বিষয়ের উত্তর খুঁজতেই মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের IQAC (Internal Quality Assurance Cell)- এর উদ্যোগে অনুষ্ঠিত হল একদিবসীয় একটি কর্মশালা (Workshop)। কর্মশালার শিরোনাম ছিল- "ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট : দ্য ওভারল প্রসেস ইনভলভড ইন পেটেন্ট ফাইলিং" (Intellectual Property Right : The Overall Process Involved in Patent Filling)।
কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। এই কর্মশালাতে বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন, গবেষণাপত্র তৈরির বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে যুক্ত তিন স্বনামধন্য ব্যক্তিত্ব, যথাক্রমে- ড. তৃষিতা নন্দী চ্যাটার্জি, কৃষ্ণজা সা সাসিন্দ্রন এবং বিশাল গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা, কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার দে, IQAC'র দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মধুমঙ্গল পাল প্রমুখ।
advertisement
advertisement
ড. পাল জানিয়েছেন, "বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১৪০ জন গবেষক তথা অধ্যাপক এদিনের এই কর্মশালাতে অংশগ্রহণ করে নিজেদের সমৃদ্ধ করেছেন। তাঁরা এবার তাঁদের অধীনে থাকা গবেষকদের পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট সংক্রান্ত আইনি পরামর্শ দান করতে পারবেন।" উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, "গবেষকদের গবেষণার মান আরো উন্নত করা, পেটেন্ট ফাইলিংয়ে উৎসাহিত করা এবং এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরার ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করি।"
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একদিবসীয় কর্মশালা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement