West Medinipur News: মহিলা পুলিশ কর্মীদের জন্য জেলা জুড়ে চালু হলো মোবাইল বায়ো টয়লেট এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

Last Updated:

জেলা জুড়ে বিভিন্ন থানায় রয়েছে মহিলা পুলিশ কর্মী। বিভিন্ন স্থানে নিরাপত্তার ক্ষেত্রে, মহিলা পুলিশ কর্মীদের ডিউটি করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সেইসব এলাকায় আশেপাশে থাকে না শৌচালয়, ফলে বিশেষত মহিলাদের ডিউটি করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়

+
মোবাইল

মোবাইল বায়োটয়লেট

#পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের জন্য সারা রাজ্যের মধ্যে প্রথম জেলা যারা নিজস্ব ডেডিকেটেড মোবাইল বায়োটয়লেট এর ব্যবস্থা করেছে। মহিলা পুলিশ কর্মীদের জন্য এই মোবাইল বায়ো টয়লেট যা ২০২০ সালের জানুয়ারি থেকে চালু রয়েছে, যাতে কর্মরত অবস্থায় মহিলা পুলিশ কর্মীরা সময়মতো এটি ব্যবহার করতে সক্ষম হয় এবং ব্যক্তিগত ওয়াশরুম অনুসন্ধান করতে হয়রানির শিকার না হতে হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দিনেশ কুমার জানান, মহিলা পুলিশ কর্মীদের কাছ থেকে এই ব্যবস্থা নিয়ে আশ্চর্যজনক প্রতিক্রিয়া পাওয়া গেছে। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে রাজ্য সরকারের নতুন প্রকল্প *সহজ সখী* আওতায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সদর দফতর সহ জেলার ২৩ টি থানার ২৫ টি ইউনিটে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হলো। এছাড়াও *সুলভ সখী* প্রকল্পের অধীনে বর্তমানে জেলার প্রতিটি থানায় মহিলা স্টাফ এবং সাধারণ মানুষের জন্য শৌচাগার উৎসর্গ করা হলো।
এর পাশাপাশি জেলার সমস্ত থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বলে জানিয়েছেন পুলিশ সুপার দিনেশ কুমার। প্রসঙ্গত, জেলা জুড়ে বিভিন্ন থানায় রয়েছে মহিলা পুলিশ কর্মী। বিভিন্ন স্থানে নিরাপত্তার ক্ষেত্রে, মহিলা পুলিশ কর্মীদের ডিউটি করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সেইসব এলাকায় আশেপাশে থাকে না শৌচালয়, ফলে বিশেষত মহিলাদের ডিউটি করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই মোবাইল টয়লেট চালু হয়ে মহিলা পুলিশ কর্মীদের অনেকখানি সুবিধা হবে বলে মনে করছেন জেলার মহিলা পুলিশ কর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মহিলা পুলিশ কর্মীদের জন্য জেলা জুড়ে চালু হলো মোবাইল বায়ো টয়লেট এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement