West Medinipur News : সেতু নয় মরণফাঁদ, পেরোতে গিয়ে কলাইচন্ডী খালে পড়ে 'নিখোঁজ' ব্যক্তির হদিস নেই দুদিন পরেও

Last Updated:

ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁরা জানিয়েছেন, "সেতুর উপর যেন মারণ-ফাঁদ! বড় বড় গর্ত সেতুর উপর। প্রতিমুহূর্তে বিপদ অপেক্ষা করছে! দিনের বেলাতেই সামান্য অসাবধানতায় বিপদ ঘটে যেতে পারে। আর, রাতের বেলা তো কোন কথাই নেই!" এদিন, উদ্ধারকার্য চলাকালীন সেখানে জেলা পুলিশের আধিকারিকদের সাথে সাথেই পৌঁছেছিলেন জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ।

কলাইচন্ডী খালে চলছে নিখোঁজ ব্যক্তির খোঁজ
কলাইচন্ডী খালে চলছে নিখোঁজ ব্যক্তির খোঁজ
#পশ্চিম বর্ধমান- জেলা শহর মেদিনীপুরের অদূরে জরাজীর্ণ কলাইচন্ডী সেতু থেকে পড়ে 'নিখোঁজ'ব্যক্তির দেহ মিললো না আজ (বুধবার)ও। গতকাল (২১ ডিসেম্বর) সকাল থেকে টানা দু'দিন ধরে ওই খালের জলে উদ্ধারকার্য চালানো হলেও, এখনও ওই ব্যক্তির দেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শালবনী থানা ও পিড়াকাটা পুলিশ ফাঁড়ির আধিকারিকরা (West Medinipur News )। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অদূরে ভগবতী চক (খয়রুল্লাচকের কাছে) এলাকায় কলাইচন্ডী খালের উপর যে সেতু আছে, সেই জরাজীর্ণ সেতু থেকে পড়েই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায়। শালবনী ব্লকের গোদামৌলি গ্রামের ওই নিখোঁজ ব্যক্তির নাম বাদল মাহাত (৪৫)। মঙ্গলবার পুলিশে খবর দেওয়ার পর, ওই দিন সকাল থেকে উদ্ধারকার্য শুরু করলেও, বুধবার বিকেল ৫ টা অবধি তাঁর মৃতদেহ উদ্ধার হয়নি! তবে, কলাইচন্ডী খাল থেকে মঙ্গলবার তাঁর সাইকেল ও জুতো উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, এলাকাবাসী এই জরাজীর্ণ সেতু সংস্কারের দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে, কিন্তু কোন কাজ করা হয়নি! এবার, সেই সেতু থেকে পড়েই নিখোঁজ হয়ে গেলেন বছর ৪৫ এর এক ব্যক্তি। ক্ষুব্ধ এলাকাবাসী (West Medinipur News )। তাঁরা জানিয়েছেন, "সেতুর উপর যেন মরণ-ফাঁদ! বড় বড় গর্ত সেতুর উপর। প্রতিমুহূর্তে বিপদ অপেক্ষা করছে! দিনের বেলাতেই সামান্য অসাবধানতায় বিপদ ঘটে যেতে পারে। আর, রাতের বেলা তো কোন কথাই নেই!" এইদিন, উদ্ধারকার্য চলাকালীন সেখানে জেলা পুলিশের আধিকারিকদের সাথে সাথেই পৌঁছেছিলেন জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ। তিনি পৌঁছতেই সাধারণ মানুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাধারণ মানুষের অভিযোগ, "সেতুটি দীর্ঘদিন ধরে দুর্বল ও ভাঙাচোরা। বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আজ তিনি সার্কাস দেখতে এসেছেন"! এমনটাই দাবি করছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, সেতুর ধারে কোনো গার্ডওয়াল নেই। সেতুর মাঝে বড় বড় গর্ত, যে কারণেই এই দুর্ঘটনা! স্থানীয় মানুষের অভিযোগ, এই সেতুর উপর দিয়েই প্রতিদিন শালবনী ব্লক ও মেদিনীপুর সদর ব্লকের কয়েকশো সাধারণ মানুষ সহ ছাত্র-ছাত্রীরা পারাপার করে (West Medinipur News )। যেকোনো মুহূর্তে আরও বড় বিপদ ঘটতে পারে! তবে, তিনি এই সেতু সংস্কারের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
advertisement
অন্যদিকে, শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ ফাঁড়ির তরফে, এইদিন খালের জলে নামানো হয়েছিল পেশাদার ডুবুরি। তা সত্ত্বেও, ওই ব্যক্তির মৃতদেহের সন্ধান না মেলায়, বিস্মিত সকলেই! শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়িকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ইতিমধ্যেই সেতুটি নির্মাণ করার বিষয়ে জেলাশাসককে জানানো হয়েছে, তিনি শালবনী বিডিও (BDO) র মাধ্যমে অতি শীঘ্রই সেতু নির্মাণের কাজের উদ্যোগ নেওয়ার বিষয়ে নির্দেশ দেবেন বলে জানিয়েছেন (West Medinipur News )।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : সেতু নয় মরণফাঁদ, পেরোতে গিয়ে কলাইচন্ডী খালে পড়ে 'নিখোঁজ' ব্যক্তির হদিস নেই দুদিন পরেও
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement