West Midnapore News: বিদ্যালয় জুড়ে রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব,  তদন্তে পুলিশ 

Last Updated:

দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বস পুলিশের।

+
title=

#পশ্চিম মেদিনীপুর: গত বেশকিছুদিন ধরেই বিদ্যালয় জুড়ে রাতভোর চলছে দুষ্কৃতকারীদের তাণ্ডব। এই অভিযোগ পেয়েই বিদ্যালয়ে সরজমিনে তদন্তে হাজির দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সুরতপুর শ্রী অরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দির বিদ্যালয়ের। বিদ্যালয়ের তরফে শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, প্রায়শই বিদ্যালয়ে ঢুকতেই দেখা যায়, বিদ্যালয় জুড়ে ভাঙচুরের ঘটনা। নোটিস বোর্ড, মেয়েদের শৌচালয়, বিদ্যালয়ের বাগান সব জায়গাতেই ভাঙচুর চালিয়ে তছনছ করেছে কেউ বা কারা।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক অমিত করন জানান, মনে করা হচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীদের তাণ্ডবলীলা চলেছে সারা বিদ্যালয় জুড়ে। তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাতে এই বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করেছিল কয়েকজন বহিরাগত।
advertisement
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই কাজ তাদেরই হতে পারে। বিদ্যালয়ের তরফে দাসপুর থানায় অভিযোগ জানানো হলে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় বিদ্যালয়ে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন। কথা বলেন আশেপাশের বাসিন্দাদের সঙ্গে। তবে সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত ওই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে দাসপুর থানার পুলিশ।
advertisement
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে বিদ্যালয় বন্ধ হওয়ার পর রাতের অন্ধকারে এই বিদ্যালয়ের ভেতরে বহিরাগত মানুষদের আনাগোনা হয় বলে অনুমান। প্রায়শই বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন আসবাবপত্র ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিদ্যালয় প্রাঙ্গনের লাগানো গাছপালাও তছনছ করে ফেলার দৃশ্য দেখা গেছে। ফলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুমান, এগুলি রাতের অন্ধকারে সমাজবিরোধীদের কাজ হতে পারে।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: বিদ্যালয় জুড়ে রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব,  তদন্তে পুলিশ 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement