Midnapore News: তিন নাবালিকার দারুণ সাহস! সমাজকে শিক্ষা দিল তারা! জানলে গর্ব হবে

Last Updated:

Midnapore News: খবরের শিরোনামে এখন মেদিনীপুরের এই তিন নাবালিকা! জানুন কারণ

সাংবাদিক বৈঠকে জেলাশাসক
সাংবাদিক বৈঠকে জেলাশাসক
পশ্চিম মেদিনীপুর: বাবা-মার সিদ্ধান্তের অমতে গেছেন তিন ছাত্রী।নিজের বিয়ে নিজে শুধু আটকানো নয়, সমাজের কাছে সচেতনার বার্তা দিয়েছেন কন্যাশ্রী মেয়েরা। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলায় নিজেদের বিয়ে আটকে সংবাদের শিরোনামে এসেছে তিন ছাত্রী। সেই তিন ছাত্রীকে বুধবার আমন্ত্রণ জানানো হয়েছিল জেলা শাসকের কার্যালয়ে। জেলা শাসক খুরশীদ আলি কাদরি তাদের সঙ্গে কথা বলা ছাড়াও একটি করে ডিকশনারি, পড়ার কিছু সামগ্রী তুলে দেন। সেই সঙ্গে তাদের সাথে বসে টিফিন করলেন এক অতিরিক্ত জেলা শাসক।
প্রসঙ্গত বিদ্যাসাগরের জেলা পশ্চিম মেদিনীপুর।ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর স্বপ্ন ছিল নাবালিকা বিয়ে রোধের। এই তিন নাবালিকার প্রশংসা করতে গিয়ে বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে আনেন জেলাশাসক। তিনি বলেন, বিদ্যাসাগরের জেলায় নাবালিকা বিয়ে আটকাতে প্রশাসন চেষ্টা করছেন। তবে সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। স্কুলের নাবালিকা পড়ুয়ারা তাদের বিয়ে আটকাতে এগিয়ে আসছে। নাবালিকা বিয়ের একটা সমস্যা রয়েছে। প্রতিবাদ জানিয়ে আজ তিন কন্যা জেলার হিরো। এরা চায় পড়াশুনা করে পুলিশ হতে।
advertisement
advertisement
এদিন ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এবং মেদিনীপুর সদর ব্লকের মোট তিনটি স্কুল থেকে এসেছিলেন তিন ছাত্রী। চলতি মাসেই চন্দ্রকোনা বিডিওর দ্বারস্থ হয়ে নিজের বিয়ে আটকে ছিল এক নাবালিকা। সে চায় আইপিএস হতে। অন্যদিকে চন্দ্রকোনা দশম শ্রেণীর এক ছাত্রী নিজের বিয়ে আটকেছিল স্কুলে শিক্ষকদের সহয়তায়। মেদিনীপুর সদর ব্লকের মৌপাল এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রীর বিয়ে আটকায় স্কুলের শিক্ষকদের সহযোগিতা নিয়ে।
advertisement
আরও পড়ুন:
তারা চায় পুলিশ হতে। তিনজনেই বলে, আমরা এখন বিয়ে করতে চায় না। পড়াশুনা করে নিজেদের পায়ে দাঁড়াতে চায়। অপরিণত বয়সে নিজেদের বিয়ে আটকে আজ জেলার অনন্য মুখ তিন ছাত্রী। ভবিষ্যতে তাদের পাশে থাকবে রাজ্য সরকার জানিয়েছে জেলা প্রশাসন
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: তিন নাবালিকার দারুণ সাহস! সমাজকে শিক্ষা দিল তারা! জানলে গর্ব হবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement