Midnapore News: অষ্টম দিনে কর্মবিরতি প্রত্যাহার করল SBSTC-র মেদিনীপুর ডিপোর অস্থায়ী কর্মীরা!
- Published by:Piya Banerjee
Last Updated:
Midnapore News: অবশেষে মেদিনীপুরেও তুলে নেওয়া হল বাস ধর্মঘট। পুজোর কয়েকদিন নিশ্চিন্তে চলবে সরকারি বাস পরিষেবা!
#পশ্চিম মেদিনীপুর : অবশেষে আলোচনার পরিপ্রেক্ষিতে অষ্টম দিনের মাথায় বুধবার আন্দোলন উঠলো মেদিনীপুর SBSTC বাস ডিপো থেকে। গত আট দিন ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC) র অস্থায়ী কর্মীদের আন্দোলন চলছিল স্থায়ীকরণ, সমকাজে সমবেতন সহ সাত দফা দাবিকে সামনে রেখে। লাগাতার আটদিন ধরে সরকারি বাস সংস্থা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC) র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি আন্দোলনের জেরে সরকারি বাস পরিষেবায় ব্যাঘাত ঘটেছিল। প্রতিদিন হাজার হাজার মানুষকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। সামনে দুর্গাপূজা থাকায় চিন্তায় ঘুম ছুটেছিল সরকারি বাসের উপর নির্ভরশীল চাকুরীজীবী, ব্যবসায়ী থেকে সাধারন মানুষদের। চিন্তায় ঘুম উড়েছিল SBSTC কর্তৃপক্ষেরও।
অবশেষে পুজোর আগে আন্দোলনের অষ্টম দিনের মাথায় সকাল ১০ টা নাগাদ কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার করে নেন সংগঠনের সদস্যরা। বুধবার সকাল থেকেই আলোচনা চলছিল মেদিনীপুর সরকারি বাস ডিপোতেই। তৃনমূলের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সির জেলার নেতৃত্ব এবং মেদিনীপুর SBSTC ডিপোর অস্থায়ী কর্মীদের আলোচনার মধ্য দিয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন সরকারি বাসের অস্থায়ী কর্মীরা।
advertisement
advertisement
তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই, পুজোর আগে বাসযাত্রীদের হয়রানির হাত থেকে রক্ষা দিতে অবশেষে কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার করা হল বুধবার বলে জানিয়েছেন পরিবহন কর্মীরা। তবে এদিন সরকারি বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় বাসযাত্রীরা অনেকটাই খুশি। এদিন সরকারি বাস গুলিতে যাত্রী সংখ্যাও ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশী। এদিন দুয়েকটি ছাড়া সমস্ত রুটের সরকারি বাসই নেমেছিল রাস্তায়।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
September 28, 2022 9:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: অষ্টম দিনে কর্মবিরতি প্রত্যাহার করল SBSTC-র মেদিনীপুর ডিপোর অস্থায়ী কর্মীরা!