West Medinipur Weather: মেদিনীপুর-ঝাড়গ্রামে তাপমাত্রা ৮ ডিগ্রির নীচে! সপ্তাহান্তেই বৃষ্টির পূর্বাভাস।
- Published by:Samarpita Banerjee
Last Updated:
২২-২৪ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
#পশ্চিম মেদিনীপুর- মাঘের শুরুতেই ফের পারদ পতনের আশায় বুক বেঁধেছিলেন বাংলার কৃষক থেকে সাধারণ মানুষ! বেশ জাঁকিয়েই শীত পড়েছে পৌষ সংক্রান্তির পরের দিন থেকে। আজ, বুধবার (১৯ জানুয়ারি)'তো কলকাতা থেকে কাঁথি, ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, খড়্গপুর থেকে সারেঙ্গা রীতিমতো হু হু করে কাঁপছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আজ এখনও অবধি সর্বনিম্ন ১১ ডিগ্রি। আর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে তো সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির নীচে (West Medinipur Weather)! আর, এই কনকনে ঠান্ডার মধ্যেই ফের বিরক্তিকর বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী শুক্রবার দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগণা-তে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (West Medinipur Weather)। শনিবার (২২ তারিখ) পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। অন্যান্য জেলাগুলোতে ২২-২৪ শে জানুয়ারি আংশিক মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারের পাওয়া হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী ২২-২৪ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ফুল চাষিরা পড়েছেন চিন্তায়। শীতের মরশুমে রকমারী ফুল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে ফুলচাষিদের, কিন্তু তারই মাঝে শীতের মরশুমে দুয়েকবার বৃষ্টির ফলে বেশকিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে জেলার ফুল চাষিদের, তারপর আবারও বৃষ্টির পূর্বাভাসে অনেকখানি চিন্তিত পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীন, ডেবরা, নারায়নগড়, সবং, পিংলার বিস্তীর্ণ অঞ্চলের ফুল চাষিরা।
advertisement
২১ জানুয়ারি থেকেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে সামান্য বাড়বে তাপমাত্রা। তারপর ২-৩ দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই (West Medinipur Weather)। ফের আগামী সপ্তাহ থেকে শীতের কনকনানি অনুভব করা যেতে পারে! প্রসঙ্গত উল্লেখ্য, গত তিনদিনে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল এলাকায় ৮-১০ ডিগ্রির ঠান্ডার আমেজ উপভোগ করেছেন সাধারণ মানুষ। আলু ও সবজি চাষিরাও এতে খুশি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, গত তিনদিন মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ১২.৪৯ (১৬ জানুয়ারি), ৯.৮৩ (১৭ জানুয়ারি) এবং ৭.৯৮ (১৮ জানুয়ারি) ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই, ফের বৃষ্টির পূর্বাভাসে কিছুটা আশঙ্কায় রয়েছেন কৃষক, ব্যবসায়ী সহ দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ।
advertisement
advertisement
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী চব্বিশ ঘন্টা শুষ্ক আবহাওয়া থাকবে। ২২-২৪ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের জেলা গুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ জানুয়ারি উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই বঙ্গেই সকালের দিকে কুয়াশা থাকবে, বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
Partha Mukherjee
Location :
First Published :
January 19, 2022 10:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Weather: মেদিনীপুর-ঝাড়গ্রামে তাপমাত্রা ৮ ডিগ্রির নীচে! সপ্তাহান্তেই বৃষ্টির পূর্বাভাস।