West Medinipur News: MBA করতে চান? খড়্গপুর আইআইটি-র কাছেই.. দু’বছরের কোর্সে একাধিক সুবিধা

Last Updated:

পড়ুয়াদের ২০২৩-এর কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতা এবং পার্সোনাল ইন্টারভিউ বা পিআই-এর মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর মেধার ভিত্তিতে এই কোর্সে ভর্তি নেওয়া হবে। এ ছাড়াও বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক সংস্থার অভিজ্ঞ পেশাদারদের সঙ্গেও আলাপচারিতার সুযোগ থাকবে। পাশাপাশি, হাতেকলমে প্রশিক্ষণ এবং কোর্স শেষে প্লেসমেন্টেরও ব্যবস্থা থাকবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুর: এমবিএ নিয়ে পড়াশোনা করতে চান? আইআইটি খড়্গপুরে রয়েছে পড়ার সুযোগ। আইআইটি খড়্গপুরের কাছেই বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট-এ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৪-২৬ শিক্ষাবর্ষের জন্য এই প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট-এর কোর্সের মেয়াদ দু’বছর। চার সেমেস্টার রয়েছে দুই বছরে। চলতি শিক্ষাবর্ষে মোট ২০০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সের ক্লাস নেবেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞেরা।
জানা গিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর পাশ করলে মিলবে ভর্তির সুবিধা। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ফার্মাসিতে স্নাতকোত্তীর্ণরা। যাঁদের সায়েন্স/ ইকনমিক্স/ কমার্সে মাস্টার্স এবং ব্যাচেলর্সে অঙ্ক/ স্ট্যাটিস্টিক্স থাকবে, তাঁরাও ভর্তির আবেদন জানাতে পারবেন। তবে দু’ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে পড়ুয়াদের।যদিও সংরক্ষিত আবেদনকারীদের জন্য বিশেষ ছাড় রয়েছে।
advertisement
আরও পড়ুন: কনকনে ঠান্ডা..শৈত্যপ্রবাহের সতর্কতা..তার উপরে বৃষ্টি একাধিক রাজ্যে! পশ্চিমবঙ্গের কী আপডেট?
পড়ুয়াদের ২০২৩-এর কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতা এবং পার্সোনাল ইন্টারভিউ বা পিআই-এর মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর মেধার ভিত্তিতে এই কোর্সে ভর্তি নেওয়া হবে। এ ছাড়াও বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক সংস্থার অভিজ্ঞ পেশাদারদের সঙ্গেও আলাপচারিতার সুযোগ থাকবে। পাশাপাশি, হাতেকলমে প্রশিক্ষণ এবং কোর্স শেষে প্লেসমেন্টেরও ব্যবস্থা থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুন: দাঁড়িয়েছিলেন ভিড়ের মধ্যে! হঠাৎ যখন ম্যারাথনে দৌড়তে শুরু করলেন…অবাক সকলে
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ ভর্তির আবেদন জানাতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৮০০ টাকা এবং ১৬০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন দিন আগামী ৫ ফেব্রুয়ারি। এরপর অনলাইন ইন্টারভিউ হবে মার্চ মাসে এবং ভর্তির জন্য ফল ঘোষণা করা হবে আগামী ১ থেকে ৫ মে-র মধ্যে। ভর্তি বিষয়ক বাকি তথ্য জানতে পড়ুয়াদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: MBA করতে চান? খড়্গপুর আইআইটি-র কাছেই.. দু’বছরের কোর্সে একাধিক সুবিধা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement