Paschim Medinipur: ঘরের মাটিতেই স্বপ্নের দৌড় শালবনীর অনুপমের

Last Updated:

২০২২ এর ২৩ জানুয়ারিও সাফল্য এসেছে অনুপমের মুকুটে। নেতাজী সুভাষ চন্দ্র বসু'র ১২৬ তম জন্মদিবস উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুরে আয়োজিত

অনুপম মাহাত
অনুপম মাহাত
পশ্চিম মেদিনীপুরঃ স্বপ্নের দৌড় শুরু হয়েছিল মাত্র বছর তিনেক আগে! বাবা কার্তিক মাহাত'র অনুপ্রেরণাতেই ম্যারাথন (Marathon) বা দূরপাল্লার দৌড়ে অংশ নেওয়া শুরু করেছিলেন অনুপম মাহাত। প্রথম সাফল্য নিজের ঘরের মাটিতেই। শালবনী ব্লকের বামুন বুড়ি মেলা কমিটির ৩ মাইল দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হওয়া। এরপর, জঙ্গলমহল থেকে জেলা শহর মেদিনীপুরে (Medinipur)। মেদিনীপুর (Medinipur) শহরের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের ৫ মাইল দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয়। এরপরের দু'বছর করোনা (Covid-19) কিছুটা বাধ সাধলেও, মেদিনীপুর-খড়্গপুর এর প্রায় সমস্ত ম্যারাথন (Marathon) বা দূরপাল্লার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য ছিনিয়ে নিয়েছে শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন লালেরডিহি'র বাসিন্দা অনুপম।
নেতাজী সুভাষ চন্দ্র বসু'র জন্মদিবস উপলক্ষে ২০২১ এর ২৩ জানুয়ারি 'ঘাগরা মৈত্রী সংঘ' এর ৫ কিমি দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া এবং ঠিক ৮ দিন পরে (৩১ জানুয়ারি), মেদিনীপুর শহরের নজরগঞ্জ তরুণ সংঘের ৩ মাইল দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হওয়া! আর, এর ঠিক পরের দিনই স্বপ্নের সাফল্য আসে অনুপমের মুকুটে। কলকাতায় আয়োজিত, 'বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন' আয়োজিত রাজ্য ক্রশ কান্ট্রি (cross-country) প্রতিযোগিতা'র অনূর্ধ্ব ২০ বিভাগে দ্বিতীয় হন অনুপম! তবে, করোনা কারণে সেবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারেননি। আর, এবারও গত অক্টোবরে (২০২১), মেদিনীপুর শহরে আয়োজিত রাজ্য ক্রশ কান্ট্রি (cross-country) প্রতিযোগিতায় চতুর্থ হয়ে ফের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। এবারও, বাধ সাধল করোনা! ১৫ জানুয়ারি, নাগাল্যান্ড যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত হয়ে যায়। স্বভাবতই মন খারাপ জঙ্গলমহলের চ্যাম্পিয়নের!
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, পিড়াকাটা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর আইটিআই নিয়ে পড়াশোনা করছেন বছর ২০'র অনুপম। তাঁর অনুপ্রেরণা দৌড়বিদ বাবা। হ্যাঁ, বাবা কার্তিক মাহাত'ও স্কুল স্তর থেকে জেলা স্তর অবধি একজন প্রশংসিত দৌড়বিদ। বাবার উৎসাহ আর অনুপ্রেরণাতেই এগিয়ে চলেছে অনুপম। পিড়াকাটায় মামাবাড়ি অনুপমের। মামা শিক্ষক সুবোধ মাহাত বললেন, \"পারিবারিকভাবেই খেলাধুলা আর অ্যাথলেটিক্সের প্রতি আগ্রহ। চর্চা ও অনুশীলন ওর বাবার হাত ধরেই। আমরাও প্রতিমুহূর্তে উৎসাহিত করি। জঙ্গলমহল থেকে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। কিন্তু, অংশগ্রহণ করতে পারল না এই অতিমারি পরিস্থিতিতে প্রতিযোগিতা স্থগিত হয়ে যাওয়ায়।\"
advertisement
advertisement
শালবনী ব্লক ও মেদিনীপুর সদর মহাকুমা ক্রীড়া প্রশাসন অন্যতম নেতৃত্ব সন্দীপ সিংহ জানিয়েছেন, \"অনুপম-রাই জঙ্গলমহলের গর্ব। ওদের দেখে বাকিরাও এগিয়ে আসুক, পড়াশোনার সাথে সাথে খেলাধুলার চর্চাও হওয়া প্রয়োজন।\" ২০২২ এর ২৩ জানুয়ারিও সাফল্য এসেছে অনুপমের মুকুটে। নেতাজী সুভাষ চন্দ্র বসু'র ১২৬ তম জন্মদিবস উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুরে আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন অনুপম। অনুপম তাঁর এই সাফল্য উৎসর্গ করেছে বাবা কার্তিক মাহাত এবং সমগ্র জঙ্গলমহল বাসীকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: ঘরের মাটিতেই স্বপ্নের দৌড় শালবনীর অনুপমের
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement