West Medinipur News: বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার শালবনীতে, ফের মিলল মাওবাদী নামাঙ্কিত পোস্টার
- Published by:Samarpita Banerjee
Last Updated:
স্থানীয় মানুষেরা সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার দেখতে পান। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জঙ্গলমহল জুড়ে
#পশ্চিম মেদিনীপুর: বাঁকুড়া-ঝাড়গ্রামের পর বুধবার আবারও মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার পীরাকাটায়। বুধবার সকালে স্থানীয় মানুষেরা সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার দেখতে পান। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জঙ্গলমহল জুড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। সাদা কাগজে লাল কালিতে পোস্টারে লেখা রয়েছে, "আমাদের নেতা কিষেণজির বদলা চাই"। আরো লেখা রয়েছে, "এবার যে খেলব তৃণমূল নেতাদের সঙ্গে", পোস্টারে লেখা রয়েছে দুই তৃণমূল নেতার নাম। তারা হলেন পরিমল ধল ও উদয় রানা। একই সঙ্গে সাত দিনের পিড়াকাটা বাজার বনধের ডাকও দেওয়া হয়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে। ঘটনার পরেই তীব্র চাঞ্চল্য এলাকায়। নতুন করে জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারা এই পোস্টার ছড়িয়েছে তা খতিয়ে দেখছে শালবনী থানার পুলিশ।
অন্যদিকে, মাওবাদী নামাঙ্কিত পোস্টারে নাম থাকা স্থানীয় তৃণমূল নেতা পরিমল ধল জানান, "মাওবাদীদের নামে পোস্টার দিলেও এটা মাওবাদীদের কাজ বলে মনে হয় না। বিজেপির কিছু ছেলে এইসব করে বেড়াচ্ছে, যাদের কোনো কাজ নেই। এখানে ধমকে চমকে লোকসভা নির্বাচনের পরে বেশ কিছুদিন রাজ করেছিল।" ব্যক্তিগত আক্রোশের ফলেই দুই তৃণমূল নেতার নাম লেখা হয়েছে পোস্টারে বলে সাফ জানালেন এলাকার তৃণমূল নেতা পরিমল ধল। এই পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোন যোগ নেই। বনধের ডাক দিলেও এই পিড়াকাটা এলাকায় বনধ হবে না বলেই আশা প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল নেতা।
advertisement
Partha Mukherjee
advertisement
Location :
First Published :
April 27, 2022 7:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার শালবনীতে, ফের মিলল মাওবাদী নামাঙ্কিত পোস্টার