Jhargram News: ঝাড়গ্রামের তালতলা শ্মশানকালীর পূজোয় মেতেছেন অসংখ্য ভক্ত

Last Updated:

জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলায় যে কয়েকটি কালী পূজা হয়, তারমধ্যে অন্যতম কালীপুজো পুরাতন ঝাড়গ্রামের তালতলা শ্মশান কালী মন্দিরের কালীপুজো। কথিত আছে, একদিকে মায়ের আরাধনা হত, অন্যদিকে শ্মশানের চিতা জলতো।

+
ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম তালতলা শ্মশান কালী মন্দির 

#ঝাড়গ্রাম : জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলায় যে কয়েকটি কালী পূজা হয়, তারমধ্যে অন্যতম কালীপুজো পুরাতন ঝাড়গ্রামের তালতলা শ্মশান কালী মন্দিরের কালীপুজো। কথিত আছে, একদিকে মায়ের আরাধনা হত, অন্যদিকে শ্মশানের চিতা জ্বলত। তবে আজ সেই চিতা দেখতে পাওয়া যায় না, কারন শ্মশানের সামনেই গড়ে উঠেছে অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি। তাই এমন কোন দর্শনার্থী নেই যে একবার হলেওএই শ্মশান কালী মন্দিরে আসেনি। আজ থেকে প্রায় একশো বছর আগে রাজ পরিবারের হাত ধরেই কালি পূজার সূচনা হয় এখানে। সেই পুরাতন জৌলুস এখনও দেখা যায় এই পুজোতে। এখনও রাজ পরিবার এই পুজোতে অংশগ্রহণ করেন।
এই পুজোয় মাকে অন্ন ভোগে দেয়া হয় খিচুড়ি, সবজি, পায়েস। এই কালি মন্দিরে বলির প্রথাও রয়েছে। প্রতি অমাবস্যায় এখানে এই কালি মন্দিরে পাঠা বলি দেওয়া হয়। দূরদূরান্ত থেকে দর্শনার্থী, ভক্তবৃন্দরা ছুটে আসেন মায়ের আরাধনায় সামিল হতে। গত দু'বছর করোনা মহামারীর কারণে ঘটা করে পুজোর আয়োজন হয়ে ওঠেনি, তাই এবছর পূজো উদ্যোক্তারা বেশ জাগজমক ভাবেই পুজো করতে চলেছেন।
advertisement
আরও পড়ুনঃ স্পঞ্জ আয়রন কারখানার মাল বোঝাই গাড়ির দৌরাত্ম্য রাস্তায়, সমস্যায় সাধারণ মানুষ
পুজোর কয়েকটা দিন এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। শেষে থাকে এই পূজর বিশেষ আকর্ষণ জল বাজীর অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন ধরনের আলোকসজ্জায় মন্দিরকে সাজানো হয়। এই পুজোকে কেন্দ্র করে শুধু এই এলাকা নয়, আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেতে উঠেন এই কালি পূজায়। পূজার বিসর্জনের আয়োজন করাও হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে।
advertisement
advertisement
 
 
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: ঝাড়গ্রামের তালতলা শ্মশানকালীর পূজোয় মেতেছেন অসংখ্য ভক্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement