Kolkata-Belda Transportation: ট্রেন লেট হলেও চিন্তা নেই! নামমাত্র খরচে বাসেই আসুন বেলদা থেকে কলকাতা

Last Updated:

Kolkata-Belda Transportation: শনিবার থেকে শুরু হল এই পরিষেবা। সপ্তাহে প্রতিদিন চলবে এই বাস, এমনই সূত্র মারফত খবর।

সকালে ছাড়ল বাসটি
সকালে ছাড়ল বাসটি
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: অবশেষে সুখবর। ট্রেন লেট কিংবা কলকাতা যাওয়ার ঝক্কি আর রইল না, এ বার সামান্য খরচে পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে কলকাতা যেতে পারবেন অনায়াসে। ডেইলি যাতায়াত করেও ধরতে পারবেন কলকাতায় অফিস। এবার একদম কাকভোরেই বাস ছাড়বে কলকাতার উদ্দেশে। ট্রেন লেটের বিরক্তি থেকে এবার একদম মুক্তি। মাত্র তিন ঘণ্টায় স্বচ্ছন্দে পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। শুধু তাই নয়, একই বাসে চেপে ভায়া কলকাতা হয়ে যাওয়া যাবে আসানসোল। শনিবার থেকে শুরু হল এই পরিষেবা। সপ্তাহে প্রতিদিন চলবে এই বাস, এমনই সূত্র মারফত খবর।
পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশন থেকে ট্রেনে চেপে শতাধিক মানুষ হাওড়ার উদ্দেশে প্রতিদিন যাতায়াত করেন। ব্যবসা কিংবা অন্যান্য কারণে যাতায়াত করতে হয়। তবে এই ট্রেন যাতায়াতে সমস্যায় পড়তে হয় ট্রেন লেটের কারণে। বেলদা স্টেশনের উপর ভরসা করতে হয় নারায়ণগড় দাঁতন ১, দাঁতন ২, মোহনপুর, কেশিয়াড়ি-সহ একাধিক ব্লকের মানুষকে। তবে এবার বাসে চেপে স্বচ্ছন্দে পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্য কলকাতাতে। ভাড়াও একদম সামান্য। দক্ষিণবঙ্গ বাস পরিবহণের উদ্যোগে এবার বেলদা থেকে সকাল ছ’টায় ছাড়বে স্টেট বাস। কলকাতা পৌঁছবে সকাল সাড়ে ন’টায়। ভাড়া প্রতি জন ১২৫ টাকা বলে জানা গিয়েছে। খড়গপুর, মেছোগ্রাম, কোলাঘাট শহর সামান্য কিছু স্টপেজ নিয়ে মাত্র সাড়ে তিন ঘণ্টায় পৌঁছে যাবেন কলকাতায়।
advertisement
আরও পড়ুন : মাটিতে মেশান এক চিমটে এই জিনিস! বারান্দার টবেই ঝাঁকড়া হয়ে উঠবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ
প্রসঙ্গত, করোনার আগে থেকে দাঁতন থেকে ধর্মতলা স্টেট বাস চলত। তবে বেশ কিছু কারণে সেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে ৭ ফেব্রুয়ারি ২০২৪ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয় বেলদা সাউথ বেঙ্গল স্টেট বাস কর্পোরেশনের বাস টার্মিনাস। প্রথম, শনিবার বেলদা থেকে সকাল ছটায় কলকাতার দিকে রওনা দিল স্টেট বাসটি। আগামীতে অনলাইন মাধ্যমে বুক করা যাবে বাসের টিকিট।
advertisement
advertisement
দায়িত্বে থাকা এক কর্মী জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলেই দুর্গাপুজোর মধ্যে আরও বেশ কয়েকটি রুটে বাস চালু হবে এই বাস টার্মিনাস থেকে। বেলদার বাসিন্দা তপন মণ্ডল বলেন, “বর্তমান ট্রেন লেটের সময়ে দূর গন্তব্যে যাওয়া খুব মুশকিল। সেক্ষেত্রে সকাল-সকাল বেলদা থেকে কলকাতা পর্যন্ত এই বাস পরিষেবা চালু হওয়াতে অনেকটাই উপকৃত হবেন যাত্রীরা।” স্বল্পভাড়া, সময় সাড়ে তিন ঘন্টা,কলকাতাগামী এই বাসটি সাধারণ মানুষের যে বেশ উপকারে লাগবে, তা বলার অপেক্ষা রাখে না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Kolkata-Belda Transportation: ট্রেন লেট হলেও চিন্তা নেই! নামমাত্র খরচে বাসেই আসুন বেলদা থেকে কলকাতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement