Insulin Plant: সুগারে ভুগছেন? বাড়িতে লাগান ইনসুলিন গাছ! জেনে নিন কী ভাবে কাজ করে!
- Published by:Piya Banerjee
Last Updated:
Insulin Plant: সুগারের চিকিৎসায় কৃত্রিম ইনসুলিনের থেকে ভেষজ ইনসুলিন গাছ উপকারি! জানুন এই গাছ কী ভাবে বাড়িতে লাগাবেন! কী ভাবে কাজ করে এই গাছ!
পশ্চিম মেদিনীপুর: ইনসুলিন নাম শুনলে প্রথমেই মনে আসে ওষুধের নাম। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকেরা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন। কিন্তু প্রকৃতিতে অযত্নে বড় হয়ে ওঠে ইনসুলিন গাছ। কৃত্রিম ইনসুলিন ইঞ্জেকশন যে কাজে ব্যবহৃত হয় তার থেকেও বেশি ভেষজ গুণ রয়েছে ইনসুলিন গাছের। স্বাভাবিক যত্নে বড় হয় এই ইনসুলিন গাছ।
ইনসুলিন গাছের উপকারিতা জানলে চমকে উঠতে হয়।
ভেষজ গুণ রয়েছে গ্রামীণ এলাকার এই ভেষজ উদ্ভিদের। সুগার রোগটি এখন খুব বেড়েছে। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। তবে এখন চিন্তার কিছু নেই। কারণ ইনসুলিন গাছের পাতাতেই (Insulin Plant Leaves) হতে পারে সমস্যার সমাধান। এই গাছের পাতায় এমন কিছু রাসায়নিক থাকে যা সুগার কমাতে পারে। এছাড়া এই গাছের পাতায় এমন কিছু উপাদান থাকে যা শরীর ভালো রাখতে পারে। তাই সুগার কমানোর পাশাপাশি শরীর সুস্থ রাখতে চাইলেও আপনি এই পাতা খেতে পারেন।
advertisement
advertisement
ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস গাছটি কোস্টাসিয়া গোষ্ঠীর। আর এই গাছ সুগার কমাতে সাহায্য করে বলেই বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। এই গাছ এশিয়া মহাদেশে বেশি পরিমাণে পাওয়া যায়। এর মধ্যে ভালো পরিমাণে প্রোটিন, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই সব মিলিয়ে রক্তে সুগার কমাতে পারে এই গাছ।
advertisement
এই ভেষজ উদ্ভিদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারি। কোলেস্টেরল মাত্রা কমানো, কিডনির স্বাস্থ্যের পক্ষে উপকারী এই ভেষজ উদ্ভিদটি। রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্যান্সার রোগ নিরাময়ের পক্ষে উপযোগী ইনসুলিন উদ্ভিদটি। ব্লাড প্রেসার চামড়ার সমস্যা সহ একাধিক রোগের পক্ষে উপকারি ইনসুলিন। চাইলেই যে কেউ বাড়িতে লাগাতে পারেন ইনসুলিন গাছ। সামান্য পরিচর্যায় এই গাছের বংশবিস্তার ও ব্যবহার সম্ভব।
advertisement
তবে সমস্ত ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2023 5:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Insulin Plant: সুগারে ভুগছেন? বাড়িতে লাগান ইনসুলিন গাছ! জেনে নিন কী ভাবে কাজ করে!