UPSC : UPSC তে সারা ভারতে ৯৪ র্যাঙ্ক মেদিনীপুরের ইন্দ্রশীষের! কী ভাবে পড়াশুনো চলত? জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
UPSC : সারা ভারতে ইউ.পি.এস.সি (UPSC) তে ৯৪ RANK করে মেদিনীপুরের নাম উজ্জ্বল করল বার্জ টাউনের ছাত্র ইন্দ্রশিস দত্ত!
#পশ্চিম মেদিনীপুর: সারা ভারতে ইউ.পি.এস.সি (UPSC) তে ৯৪ RANK করে মেদিনীপুরের নাম উজ্জ্বল করল বার্জ টাউনের ছাত্র ইন্দ্রশিস দত্ত। বাবা গুরুপদ দত্ত অবসরপ্রাপ্ত কর্মচারী, মা কৃষ্ণা দত্ত মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। ছোট থেকেই দুই ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন। বড় ছেলে চিকিৎসক। ছোট ছেলে অর্থাৎ ইন্দ্রশীষও চিকিৎসক হওয়ার জন্য জয়েন্টে ৩৫ Rank করে ডাক্তারি পড়াশোনা শুরু করে দিয়েছিল। কিন্তু দাদা ও বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলে অন্য পেশা বেছে নিক কেরিয়ার হিসেবে।
ছেলেকে ডাক্তারির পড়াশোনা থেকে সরিয়ে এনে ইউ.পি.এস.সির (UPSC) প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করেন বাবা মা ও দাদা। সেইমতো ইউ.পি.এস.সি (UPSC)এর প্রস্তুতি শুরু করে ইন্দ্রশীষ। অবশেষে সাফল্য এল তার ঝুলিতে। সর্ব ভারতীয় স্তরে ৯৪ Rank করে তাক লাগিয়ে দিল ইন্দ্রশীষ। মঙ্গলবার মেদিনীপুরের বাড়িতে এক সাক্ষাৎকারে ইন্দ্রশীষ জানায়, তার লক্ষ্য IAS হওয়া। যাতে মাথা উচুঁ করে সমাজের জন্য কিছু করতে পারে সে।
advertisement
তবে ইউ.পি.এস.সির (UPSC)জন্য খুব বেশি পড়াশোনার চাপ ছিল না তাঁর। সারাদিনে নির্দিষ্ট টার্গেট অনুযায়ী পড়াশোনা করতো সে এবং দিনের শেষে সেই টার্গেট পূরণ করত। আর এভাবেই সাফল্যের চাবিকাঠি এল তার হাতে। তবে ইন্দ্রশীষ মনে করে, বাংলার ছেলে মেয়েদের মধ্যেও সমপ্রতিভা রয়েছে UP, বিহারের ছেলে মেয়েদের মত। শুধু সঠিক সচেতনতার অভাবে বাংলার ছেলেমেয়েদের মধ্যে সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনার আগ্রহ দেখা যায় না। তাই সঠিক সচেতনতা ও গাইড করলে বাংলার ছেলেমেয়েরাও সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করে অনায়াসে কেরিয়ার গড়তে পারবে।
advertisement
advertisement
বাবা গুরুপদ দত্ত বলেন, মেদিনীপুর থেকে সিভিস সার্ভিসে সাম্প্রতিক কালে কেউ Rank করতে পেরেছে বলে মনে হয় না। তাই এটা আমাদের মেদিনীপুরবাসীর কাছে গর্বের বিষয়। মা কৃষ্ণা দত্ত বলেন, ছেলেকে ডাক্তারির পড়াশোনা থেকে সরিয়ে এনে ছিলাম, তাই খুব চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে। ছেলে যদি রেজাল্ট না ভালো করে, তাহলে খুবই কষ্ট হত। কিন্তু ছেলে আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমরা খুবই খুশি।
advertisement
UPSC তে বাংলার সাফল্যে সফল প্রতিযোগিদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার।
Partha Mukherjee
Location :
First Published :
May 31, 2022 8:55 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
UPSC : UPSC তে সারা ভারতে ৯৪ র্যাঙ্ক মেদিনীপুরের ইন্দ্রশীষের! কী ভাবে পড়াশুনো চলত? জানুন