পশ্চিম মেদিনীপুর: সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিতে বই পায়নি। তারপরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে নিজেদের ভাষাতে প্রশ্ন না পেয়ে প্রায় সাদা খাতা জমা দিল ১৫জন পরীক্ষার্থী। সুরাহার দাবি নিয়ে বিডিওর কাছে দ্বারস্থ হল পড়ুয়া ও শিক্ষকেরা।
জেলাশাসককে পাশে পেয়ে তাদের অভিযোগ জানালো পরীক্ষার্থীরা।উচ্চমাধ্যমিকের এদিন ছিল পরিবেশ বিদ্যা ও অন্যান্য বিষয়ের পরীক্ষা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নেকুড়সেনী হাইস্কুলের সাঁওতালি মাধ্যমের পরীক্ষার্থীরা নিজেদের ভাষায় প্রশ্নপত্র না পেয়ে পরীক্ষা কেন্দ্রে সমস্যায় পড়ে। নির্দিষ্ট লিপি জানা ইনভিজিলেটর না পাওয়ায় সহযোগিতাও পায়নি তারা। এমনটাই অভিযোগ তুলেছে তারা।নেকুড়সেনী হাইস্কুলের ১৫জন পড়ুয়া এবারে প্রথম উচ্চ মাধ্যমিকে বসল। তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল দাঁতনের মনোহরপুর রাজা রামচন্দ্র বিদ্যাভবন স্কুলে। একাদশ শ্রেণিতে পরীক্ষার সময়েও একই সমস্যায় পড়েছিল পরীক্ষার্থীরা। তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, জেলা প্রশাসনের বিভিন্নস্তরে জানানো হয়েছিল। সংশ্লিষ্ট দফতরে বিষয়ের বই নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়ুয়াদের হাতে দিতে, এবং এই ভাষায় প্রশ্নপত্র দেওয়ার আবেদন রেখেছিল বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসার পর পরীক্ষার্থীরা জানতে পারল যে অলচিকিতে পরিবেশ বিদ্যার প্রশ্নপত্র হয়নি। প্রশ্ন উঠেছে কেন তবে অনুমোদন দিল সংসদ। জানা যাচ্ছে, নেকুড়সেনী হাইস্কুল (সাঁওতালি মাধ্যম) ২০২১ সালে ৪ অক্টোবর উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়। ৮ নভেম্বর বাংলা, ইংরেজি, সাঁওতালি, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান ও পরিবেশ বিদ্যা বিষয়ে পঠনপাঠনের অনুমোদন পায়। তবে তিনটে ভাষার বিষয় দেওয়ায় বাংলা বাদ রেখে বাকি বিষয়ে পঠনপাঠন শুরু হয় বিদ্যালয়ে।
আরও পড়ুন:বিদ্যালয় জানাচ্ছে, পরিবেশ বিদ্যা বইটি অলচিকি লিপিতে সংসদ প্রেরণ করেনি। ফলে দুবছর বাংলা বই দেখে শিক্ষকেরা পড়িয়েছেন পড়ুয়াদের। একাদশ শ্রেণির পরীক্ষাতেও একইভাবে মাতৃভাষায় প্রশ্ন ছিল না। বিভিন্ন দফতরে জানানো হয়েছিল।এদিন বিকেলে নারায়ণগড় ব্লক অফিসে জেলাশাসক খুরশেদ আলী কাদরী। জেলা শাসকের কাছে অভিযোগ জানায় পরীক্ষাকেন্দ্রে সমস্যায় পড়া ছাত্রছাত্রীরা। তবে আগামী দিনে ফের কি এই পরীক্ষা দিতে পারবে তারা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।
Ranjan Chanda
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।