Higher Secondary Examination 2023: প্রশ্নপত্র কোন ভাষায়? উচ্চ মাধ্যমিকে সাদা খাতা জমা দিল পরীক্ষার্থীরা!

Last Updated:

Higher Secondary Examination 2023: প্রশ্নপত্রই বুঝতে পারলো না ছাত্র ছাত্রীরা। কেন দিতে হল সাদা খাতা জমা? কারণ অবাক করবে!

+
ব্লক

ব্লক অফিসে পরীক্ষার্থীরা

পশ্চিম মেদিনীপুর: সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিতে বই পায়নি। তারপরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে নিজেদের ভাষাতে প্রশ্ন না পেয়ে প্রায় সাদা খাতা জমা দিল ১৫জন পরীক্ষার্থী। সুরাহার দাবি নিয়ে বিডিওর কাছে দ্বারস্থ হল পড়ুয়া ও শিক্ষকেরা।
জেলাশাসককে পাশে পেয়ে তাদের অভিযোগ জানালো পরীক্ষার্থীরা।উচ্চমাধ্যমিকের এদিন ছিল পরিবেশ বিদ্যা ও অন্যান্য বিষয়ের পরীক্ষা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নেকুড়সেনী হাইস্কুলের সাঁওতালি মাধ্যমের পরীক্ষার্থীরা নিজেদের ভাষায় প্রশ্নপত্র না পেয়ে পরীক্ষা কেন্দ্রে সমস্যায় পড়ে। নির্দিষ্ট লিপি জানা ইনভিজিলেটর না পাওয়ায় সহযোগিতাও পায়নি তারা। এমনটাই অভিযোগ তুলেছে তারা।নেকুড়সেনী হাইস্কুলের ১৫জন পড়ুয়া এবারে প্রথম উচ্চ মাধ্যমিকে বসল। তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল দাঁতনের মনোহরপুর রাজা রামচন্দ্র বিদ্যাভবন স্কুলে। একাদশ শ্রেণিতে পরীক্ষার সময়েও একই সমস্যায় পড়েছিল পরীক্ষার্থীরা। তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, জেলা প্রশাসনের বিভিন্নস্তরে জানানো হয়েছিল। সংশ্লিষ্ট দফতরে বিষয়ের বই নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়ুয়াদের হাতে দিতে, এবং এই ভাষায় প্রশ্নপত্র দেওয়ার আবেদন রেখেছিল বিদ্যালয়।
advertisement
advertisement
উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসার পর পরীক্ষার্থীরা জানতে পারল যে অলচিকিতে পরিবেশ বিদ্যার প্রশ্নপত্র হয়নি। প্রশ্ন উঠেছে কেন তবে অনুমোদন দিল সংসদ। জানা যাচ্ছে, নেকুড়সেনী হাইস্কুল (সাঁওতালি মাধ্যম) ২০২১ সালে ৪ অক্টোবর উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়। ৮ নভেম্বর বাংলা, ইংরেজি, সাঁওতালি, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান ও পরিবেশ বিদ্যা বিষয়ে পঠনপাঠনের অনুমোদন পায়। তবে তিনটে ভাষার বিষয় দেওয়ায় বাংলা বাদ রেখে বাকি বিষয়ে পঠনপাঠন শুরু হয় বিদ্যালয়ে।
advertisement
আরও পড়ুন:
বিদ্যালয় জানাচ্ছে, পরিবেশ বিদ্যা বইটি অলচিকি লিপিতে সংসদ প্রেরণ করেনি। ফলে দুবছর বাংলা বই দেখে শিক্ষকেরা পড়িয়েছেন পড়ুয়াদের। একাদশ শ্রেণির পরীক্ষাতেও একইভাবে মাতৃভাষায় প্রশ্ন ছিল না। বিভিন্ন দফতরে জানানো হয়েছিল।এদিন বিকেলে নারায়ণগড় ব্লক অফিসে জেলাশাসক খুরশেদ আলী কাদরী। জেলা শাসকের কাছে অভিযোগ জানায় পরীক্ষাকেন্দ্রে সমস্যায় পড়া ছাত্রছাত্রীরা। তবে আগামী দিনে ফের কি এই পরীক্ষা দিতে পারবে তারা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Higher Secondary Examination 2023: প্রশ্নপত্র কোন ভাষায়? উচ্চ মাধ্যমিকে সাদা খাতা জমা দিল পরীক্ষার্থীরা!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement