West Medinipur News: ঢেলে বিক্রি হচ্ছে গ্রিন বাজি, ক্রেতার ভিড় ক্রমশ বাড়ছে

Last Updated:

কালীপুজো উপলক্ষে জেলা প্রশাসনের তরফে গ্রিন বাজি বিক্রির এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। একাধিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যজুড়েই শব্দবাজি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

+
title=

পশ্চিম মেদিনীপুর: কালীপুজো উপলক্ষে মেদিনীপুর শহর থেকে অনতি দূরে কংসাবতী নদীর তীরে বসেছে বাজির দোকান। নদীর পাড়ে নিরাপদ স্থানে বিক্রি হচ্ছে বাজি। তবে তা নিষিদ্ধ শব্দবাজি কিংবা আতশবাজি নয়, ৩০ শেরও বেশি স্টলে বিক্রি হচ্ছে সরকার অনুমোদিত গ্রিন বাজি।
কালীপুজো উপলক্ষে জেলা প্রশাসনের তরফে গ্রিন বাজি বিক্রির এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। একাধিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যজুড়েই শব্দবাজি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অবৈধ শব্দবাজির বদলে এসেছে গ্রীন ফায়ার ক্র্যাকার বা পরিবেশবান্ধব বাজি। পশ্চিম মেদিনীপুরে একাধিক বাজি বিক্রেতাকে গ্রিন ফায়ার ক্র্যাকার বিক্রির লাইসেন্স দেওয়ার কাজ চলছে। তবে কালীপুজো উপলক্ষে মেদিনীপুর শহরের গান্ধিঘাট এলাকায় প্রায় ৩০-এরও বেশি গ্রিন বাজির স্টল বসেছে।
advertisement
advertisement
এই স্টলগুলো থেকে বাজি বিক্রেতারা গ্রিন বাজি বিক্রি করতে পারবেন। কয়েকমাস আগে এগরার বাজি কারখানায় বিস্ফোরণের মত বেশ কয়েকটি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার শব্দবাজি এবং আতশবাজি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে রাজ্য সরকার। তার বদলে চালু হওয়া গ্রিন বাজি কিনতে ক্রমশই উৎসাহ বাড়ছে মানুষের মধ্যে।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ঢেলে বিক্রি হচ্ছে গ্রিন বাজি, ক্রেতার ভিড় ক্রমশ বাড়ছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement