IIT Kharagpur: এই কোর্সেই কেল্লাফতে! IIT খড়্গপুর দিচ্ছে বড় সুযোগ! জানুন বিস্তারিত
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
IIT Kharagpur: চাকরির বাজারে এমবিএ কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে এবার যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক কোর্সটি IIT খড়্গপুর-এ। IIT খড়্গপুর, ISI কলকাতা এবং IIM কলকাতার উদ্যোগে করানো হবে।
পশ্চিম মেদিনীপুর: চাকরির বাজারে এমবিএ কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে এবার যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক কোর্সটি IIT খড়্গপুর-এ। IIT খড়্গপুর, ISI কলকাতা এবং IIM কলকাতার উদ্যোগে করানো হবে। আগামী শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিউড়ি ছাড়াও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের।
বর্তমান যুগে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিজনেস অ্যানালিটিক্স (Business Analytics) একটি গুরুত্বপূর্ণ বিষয়। নানাবিধ তথ্য বিশ্লেষণের মাধ্যমে কী ভাবে ব্যবসায়িক সংস্থার উন্নতি ঘটানো যায়, তা এর সাহায্যে সহজেই জানা সম্ভব হবে। যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক এই কোর্সটিই এবার রাজ্যের নামী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে করানো হবে।
advertisement
advertisement
যার মধ্যে অন্যতম খড়গপুর আইআইটি। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur); ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা (ISI Kolkata) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা (IIM Kolkata) একযোগে এই কোর্সটি চালনা করবে। কোর্সটির জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
advertisement
কোর্সটির নাম দেওয়া হয়েছে- ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজ়নেস অ্যানালিটিক্স’ (PGDBA)। ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। পিজি ডিপ্লোমা কোর্সটির মেয়াদ দু’বছর। পাঠক্রমের বিভিন্ন বিষয় পড়াবেন তিনটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকরা। কোর্সে থিয়োরি ক্লাস ছাড়াও পড়ুয়াদের হাতে কলমেও প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও, শিল্পক্ষেত্রের পেশাদারদের সঙ্গে আলাপচারিতার সুযোগ এবং কোর্স শেষে চাকরির জন্য প্লেসমেন্টের সুযোগও মিলবে পড়ুয়াদের।
advertisement
এই কোর্সে ভর্তির জন্য আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। www.pgdba.iitkgp.ac.in-এই সাইটে দেখতে পারেন। কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। কোর্সটিতে ভর্তির জন্য একটি কম্পিউটার নির্ভর তিন ঘণ্টার পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ, দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 6:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
IIT Kharagpur: এই কোর্সেই কেল্লাফতে! IIT খড়্গপুর দিচ্ছে বড় সুযোগ! জানুন বিস্তারিত