West Medinipur News- ঐরাবতের আক্রমণ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রক্ষা করতে জঙ্গলমহলে নামানো হলো আরেক ঐরাবত

Last Updated:

বন দফতরের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থী থেকে পরীক্ষার্থীদের অভিভাবক এবং গ্রামবাসীরা

+
জঙ্গলমহলে

জঙ্গলমহলে চলছে বনকর্মীদের টহল।

#পশ্চিম মেদিনীপুর- ঐরাবতের হামলা থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে রাস্তায় নামলো আরেক ঐরাবত। এবার হাতির হামলা থেকে রক্ষা করতে জঙ্গলমহলের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় ঐরাবত সহ বনকর্মীরা। পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ জঙ্গলমহলে বন দফতরের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবকরা। মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত চাঁদড়া রেঞ্জের অধীনে রয়েছে ৫ টি পরীক্ষা কেন্দ্র। এবছর সেই ৫ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা শতাধিক। আর সেই চাঁদড়া রেঞ্জের অন্তর্গত বিভিন্ন জঙ্গলে বর্তমানে অবস্থান করছে প্রায় ১৪/১৫ টি হাতি। তাই পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে ভয় পায় মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাই সেইসব জঙ্গল অধ্যুষিত এলাকার পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে গিয়ে যাতে পরীক্ষা দিতে পারে, তার জন্য মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই জঙ্গল এলাকায় টহল দিতে শুরু করে বনকর্মীরা।
ঐরাবত নামক বন দফতরের গাড়িতে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে টহল। যাতে করে মাধ্যমিক পরীক্ষার্থীরা ভয়-ভীতি উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে পারে। চাঁদড়া রেঞ্জের এক বিট অফিসার বাদল রজক বলেন, "মাধ্যমিক পরীক্ষার্থীরা আমাদেরই মত কোন পরিবারের ভাই বোন, তাই তারা যাতে হাতির ভয় উপেক্ষা করে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য কেবলমাত্র আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম।" বন দফতরের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থী থেকে পরীক্ষার্থীদের অভিভাবক এবং গ্রামবাসীরা। বন দফতর সূত্রে জানা গেছে, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ঐরাবত নিয়ে বনকর্মীদের এই টহল প্রতিদিনই চলবে।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News- ঐরাবতের আক্রমণ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রক্ষা করতে জঙ্গলমহলে নামানো হলো আরেক ঐরাবত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement