West Medinipur News: শহরে হাতির প্রবেশ আটকাতে বৈদ্যুতিক বেড়া দেওয়ার কাজ শুরু হলো মেদিনীপুর বন বিভাগ এলাকায়

Last Updated:

বনাধিকারিক জানান, বৈদ্যুতিক বেড়া দেওয়ার কাজ সবে মাত্র শুরু হয়েছে। বিদ্যুতের স্পর্শে যাতে কোনো হাতির কোনোরকম ক্ষতি না হয়, তাই ভোল্টেজের মাত্রা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সংযুক্ত করা হবে বৈদ্যুতিক বেড়ায়

+
মেদিনীপুর

মেদিনীপুর বন বিভাগের জঙ্গল

#পশ্চিম মেদিনীপুর- মেদিনীপুর শহরের মধ্যে হাতির প্রবেশ রুখতে এবার বন দফতরের তরফে হাতি আটকানোর জন্য বিদ্যুতের বেড়া (Electric Fencing) দেওয়ার কাজ শুরু হলো মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকায়। মূলত শালবনী ও লালগড় বনাঞ্চলের দিক থেকে হাতির দলকে তাড়া করা হলে হাতির দল মেদিনীপুর শহরের দিকে আসে, তাই বিদ্যুতের বেড়া দিয়ে হাতির দলের গতিপথ কাঁসাই নদীর দিকে ঘোরানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মেদিনীপুর বন বিভাগের তরফে বলে জানালেন চাঁদড়া রেঞ্জের বনাধিকারিক সুজিত পান্ডা।
প্রসঙ্গত, গত বছর ২০২১ সালে ২৬ শে ফেব্রুয়ারি একটি দলছুট হাতি মানুষের তাড়া খেয়ে ঢুকে পড়েছিল মেদিনীপুর শহরের মধ্যে। সেদিন সন্ধ্যে থেকে মধ্য রাত্রি পর্যন্ত শহর জুড়ে তাণ্ডব চালিয়েছিল একটি দলছুট হাতি। পরে পুলিশ ও বন দফতরের আধিকারিক ও কর্মীদের আপ্রাণ চেষ্টার পর হাতিটিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে ট্র্যাঙ্কুলাইজ (ঘুমপাড়ানি ইনজেকশন) করে ক্রেনের সাহায্যে বেঁধে জঙ্গলে নিয়ে গিয়ে ছাড়া হয়। তাই দ্বিতীয়বার যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য শহর লাগোয়া জঙ্গল গুলিতে এই বৈদ্যুতিক বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেন বন বিভাগ। তবে এখনও সেই কাজ সম্পন্ন হয়নি।
advertisement
বনাধিকারিক জানান, বৈদ্যুতিক বেড়া দেওয়ার কাজ সবে মাত্র শুরু হয়েছে। বিদ্যুতের স্পর্শে যাতে কোনো হাতির কোনোরকম ক্ষতি না হয়, তাই ভোল্টেজের মাত্রা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সংযুক্ত করা হবে বৈদ্যুতিক বেড়ায়।
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: শহরে হাতির প্রবেশ আটকাতে বৈদ্যুতিক বেড়া দেওয়ার কাজ শুরু হলো মেদিনীপুর বন বিভাগ এলাকায়
Next Article
advertisement
Mamata Banerjee on Darjeeling: চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
  • পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম । একের পর এক এলাকায় ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।

VIEW MORE
advertisement
advertisement