West Midnapore News: খড়ার পৌরসভাতে আন্ত্রিকের বাড়বাড়ন্ত, চিন্তায় স্বাস্থ্য দপ্তর

Last Updated:

খড়ার পৌরসভায় দেখা দিয়েছে আন্ত্রিকের প্রাদুর্ভাব। পানীয় জলের মাধ্যমে এই আন্ত্রিকের জীবাণু ছরিয়েছে বলে মনে করা হচ্ছে।

ঘাটাল: বৃষ্টির প্রভাব কমতেই আন্ত্রিকের প্রাদুর্ভাব পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি খড়ার পৌরসভাতে আক্রান্ত ২৯ জন। চিন্তায় জেলা স্বাস্থ্য দফতর। ডেঙ্গু আতঙ্কের মধ্যে আন্ত্রিকের প্রাদুর্ভাব দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভাতে। পৌরসভার তিন থেকে সাত নম্বর ওয়ার্ডে আন্ত্রিকের সংক্রমণ বেশি ছড়িয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে।
বুধবার খড়ার পৌরসভার ২৯ জন আক্রান্ত হয়েছে আন্ত্রিকে। আন্ত্রিকের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। তবে বেশ কিছু ক্ষেত্রে জ্বরের উপসর্গ রয়েছে। এদের মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। যদিও তাদের মধ্যে চারজনের অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। বাকিদের অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন ঃ ক্ষুদিরামকে নিয়ে কী লিখলেন তাঁর গুরু হেমচন্দ্র? ফিরে চলুন অগ্নিযুগে
জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্যশংকর সারেঙ্গী জানিয়েছেন, “পানীয় জলের মধ্য দিয়ে আন্ত্রিকের জীবাণু ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সেই সংক্রমণ ছড়িয়েছে কয়েকটি ওয়ার্ডে। ওয়ার্ডগুলির জলের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
advertisement
advertisement
খড়ার পৌরসভা এলাকায় স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল আক্রান্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়েছে। শুধু আন্ত্রিকে আক্রান্ত নয়, জেলার অন্যান্য ব্লকে রয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সবমিলিয়ে জেলায় দশজন ডেঙ্গুতে আক্রান্ত রয়েছে ।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: খড়ার পৌরসভাতে আন্ত্রিকের বাড়বাড়ন্ত, চিন্তায় স্বাস্থ্য দপ্তর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement