Durga Puja 2023: কখনও গাইলেন গান, কখনও হাতে তুলে দিলেন পুজোর নতুন জামা! অন্য ভূমিকায় জেলাশাসক
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Durga Puja 2023: বাবা-মা হারা আবাসিক মেয়েদের সঙ্গে মহালয়ার দিনে অন্য মেজাজে জেলাশাসক
পশ্চিম মেদিনীপুর: মহালয়া থেকেই কার্যত পুজো শুরু বাঙালির। দেবীপক্ষের সূচনা থেকেই মা মহামায়ার আরাধনায় মাতেন আট থেকে আশি সকলে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম দুর্গোৎসবকে কেন্দ্র করে থাকে সাজোসাজো রব। তবে মহালয়ার পূণ্যলগ্নে এক অন্যভাবে দিনটিকে পালন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক। মাতৃপক্ষের সূচনায় পরিবার হারা আবাসিক মেয়েদের সঙ্গে আনন্দে মাতলেন জেলাশাসক।
মহালয়ার সকাল থেকে দিকে দিকে দেবীর আগমনী বার্তা। প্যান্ডেলে প্যান্ডেলে চূড়ান্ত প্রস্তুতি। শিল্পীর তুলির টানে মৃন্ময়ী হয়ে উঠছেন চিন্ময়ী।
মহালয়ার এই শুভলগ্নে বিদ্যাসাগর বালিকা ভবন হোমের আবাসিকদের সঙ্গে আনন্দে মাতলেন জেলাশাসক খুরশেদ আলী কাদরী। আবাসিকদের হাতে নতুন জামা কাপড় তুলে দিলেন তিনি।
advertisement
শুধু তাই নয়, আবাসিক শিশুদের উৎসাহিত করলেন সৃজনশীলতায়। আবাসিকদের কন্ঠে শুনলেন আগমনী গান। নিজেও গান গেয়ে শোনালেন শিশুদের। এর পাশাপাশি এদিন সংগীতে কৃতি আবাসিকদের হাতে শংসাপত্রও তুলে দেন তিনি।
advertisement
বাবা-মা হারা ছেলেমেয়েরা পিছিয়ে নেই কোন অংশে। পিছিয়ে নেই সৃজনশীল ভাবনায়। অন্যান্য ছেলেমেয়েদের মত সমাজের মূলস্রোতে তারাও এগিয়ে চলেছে। তবে জেলার শাসক হিসেবে নয়, শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন জেলাশাসক খুরশেদ আলি কাদরি। কখনও ছোট্ট ছোট্ট শিশুদের কোলে তুলে নিলেন তিনি। কখনওবা গান গেয়ে শোনালেন তাদের। মাতৃপক্ষের সূচনায়, আবাসিকদের বন্ধু হয়ে উঠলেন জেলাশাসক।
advertisement
বিদ্যাসাগর বালিকা ভবন হোমে এদিন জেলাশাসক সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, সমাজ কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক, জেলা শিশু সুরক্ষা আধিকারিক এবং অন্যান্যরা। পুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে শিশুরা খুব খুশি।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 10:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Durga Puja 2023: কখনও গাইলেন গান, কখনও হাতে তুলে দিলেন পুজোর নতুন জামা! অন্য ভূমিকায় জেলাশাসক